মনিরুল ইসলাম মনির: মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং দৈনিক ইল্শেপাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ মিজানুর রহমান বলেছেন- হেফাজতে ইসলাম আসলে কোনো ঈমানি আন্দোলন করছেন না, তারা ক্ষমতা দখলের রাজনীতি শুরু করেছে।
হেফাজতে ইসলামের নামে কতিপয় রাজনৈতিক মোল্লা বাংলাদেশে হঠাৎ করে কিছু দাবি উত্থাপন করেছেন। এর সঙ্গে দেশবাসী, সংবিধান ও গণতন্ত্রের কোনো সর্ম্পক নেই।
তিনি আরো বলেন- আমরা আজ স্বাধীন। স্বাধীনতা যুদ্ধের সময় আল বদর, রাজাকাররা মুসলমান হয়েও আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিবিনি করেছে। আমরা অর্থনৈতিক মুক্তি পেয়েছি, এবার স্বাধীনতার স্বাদ পেতে চায় বাংলার ১৬কোটি মানুষ। ১৬কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে, অর্থনৈতিক মুক্তি, কৃষকের মুখে হাসি ফুটাতে ও যুদ্ধাপরাধী রাজাকার আল-বদরদের বিচারের জন্য বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক শক্তি বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতা এনেছে। আর বাংলাদেশের জন মানুষের নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজ করছে।নারীর ক্ষমতায়নের জন্যই নারী নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ঠিক সেই সময়ও বিরোধীদলীয় নেত্রী একজন নারী হয়েও তার বিরোধীতা করেছিল। নারী অধিকার মানবাধিকার। এই অধিকারের বিরুদ্ধে আলেম নামধারী কিছু ব্যক্তি রাস্তায় নেমে নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করার দাবি তুলছে। নারীর বিরুদ্ধে এই আক্রমণ চালানো হচ্ছে ধর্মের নামে, ইসলামের নামে। অথচ ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, সমান অধিকার দিয়েছে।
তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন- এ সরকার ক্ষমতায় আসার পর স্বল্প মূল্য সারের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সারের কোন ঘাটতি নেই।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোঃ মিজানুর রহমান বলেন- প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণসহ উপ-বৃত্তির ব্যবস্থা করেছে।
সাম্প্রদায়িক সম্প্রতির বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি মহল। তারা নারীর অধিকার ও ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার কেড়ে নিতে চায়। পাশাপাশি সংখ্যালঘুদের বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা এবং শহীদ মিনারে আক্রমণের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
ছাত্র ও যুব সমাজকে কু-অভ্যাস থেকে বিরত রাখতে ক্রীড়ার কোন বিকল্প নেই। খেলাধুলা শরীর-স্বাস্থ্য-মনকে সুস্থ রাখে। তাই সবাইকে ক্রীড়া প্রেমী হওয়ার আহবান জানান।
মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের সাতানী-লতুরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে মাহ্ফুজা-রাজ্জাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোঃ মফিজুর রহমান খান বাবু’র উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডো মোঃ মনির হোসেন ক্রিকেট টূর্ণামেন্টের ফালনাল খেলার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মতলব উত্তর পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ূব আলী গাজী, সাবেক যুগ্ম সচিব লায়ন মোঃ শহীদ উল্লাহ, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ এরফান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক।
মাহ্ফুজা-রাজ্জাক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোঃ মফিজুর রহমান খান বাবু ও চাঁদপুর জেলা ছাত্রলীগের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মেহেদী মাসুদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শহীদ উল্লাহ প্রধান, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক বোরহান উদ্দিন শিকদার, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, সহ-সভাপতি নিজাম উদ্দিন রাঢ়ী, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাজহারুল ইসলাম মিজান, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবদুর রব, ব্যবসায়ী ইসমাঈল হোসেন।স্বাগত বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা ও নৌ কমান্ডো মোঃ মনির হোসেন।
পরে ঢাকা থেকে আগত দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন- প্রণব, মুক্তি রহমান, কাউছার, বাউল সমর, বাউল সুজন।
অনুষ্ঠানে হাজার-হাজার নারী-পুরুষ অংশগ্রহন করেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির জন্য গভীর নলকুপ, খেলা-ধুলার জন্য মাঠ ভরাট ও চলাচলের জন্য রাস্তা সংস্কার করে দেয়ার ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
শিরোনাম:
শুক্রবার , ৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ১৯ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।