শাহরিয়ার খাঁন কৌশিক।।
চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে বেড়ি বাঁধের উপর থেকে মাছসহ ডিস্ট্রিক ট্রাক পুকুরে পরে গেছে। হেলপার দিয়ে গাড়ি চালানোর কারনে এই সড়ক দূরঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় প্রায় ১০ লক্ষা টাকা ক্ষতিসাধন হয়েছে বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর ৪ টায় ১২ নং চান্দ্রা ইউনিয়ের চৌরাস্তা বেড়ি বাঁধের রাস্তায়।
ট্রাকের চালক আবুল হোসেন আলী জানায়, সাতক্ষীরা থেকে যশোর ট ১১-৪৭২৯ ডিস্ট্রিক ট্রাক ৪০০ প্লাস্টিকের ট্রে বোঝাই করে বিভিন্ন প্রজাতির মাছ লোড করে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনা হয়।
হরিনা ফেরিঘাট পার হয়ে চান্দ্রা চৌরাস্তা আসার পূর্বে পিছনের গাড়ি ওভারটেক করে যাওয়ার সময় চাপা দিলে নিয়ন্ত্রন হারিয়ে বেড়ি বাঁধ থেকে পাশে পুকুরে পরে যায়। এই সড়ক দূরঘটনায় ট্রাকের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।
গাড়িটি মালিক ঢাকায় থাকায় গাড়িটি পরিচালনা করেন সাতক্ষীরার ম্যানেজার কবির। দূরঘর্টনার খবর মালিক এখনো জানেনা। এই ঘটনায় কেউ আহত হয়নি।
এদিকে প্রতক্ষ্যদর্শী স্থানীয় কয়েকজন লোক জানায়, মাছবাহী ট্রাকটি ফেরি পার হওয়ার পরে ড্রাইভার আবুল হোসেন গাড়িটি না চালিয়ে তার হেলপার ইদ্রিস আলী চালায়। মূলত হেলপার ট্রাকটি চালানোর কারনে নিয়ন্ত্রন হারিয়ে এই সড়ক দূরঘটনার মূল কারন।
সড়ক দূরঘটনার খবর ট্রাকের মালিকে না জানানোর কারনে বিষয়টি নিয়ে পুলিশের সন্ধেহ হয়।
দূরঘটনা স্থান থেকে ট্রাকের ভিতরে থাকা সব মাছ উদ্ধার করে অন্য ট্রাকে বোঝাই করে চট্রগ্রামে পাঠিয়ে দেওয়া হয়েছে।
চাঁদপুর মডেল থানার ওসি ইব্রাহিম খলিল জানায়, চান্দ্রায় সড়ক দূরঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের পরে মালিকের সাথে কথা বলে ও গাড়ির কাগজ পত্র যাচাই বাছাই করে গাড়িটি দেওয়া হবে।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।