স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের শিক্ষক প্রতিনিধি সদস্য নির্বাচন’ ২০১৮ বোর্ডের নিজস্ব কার্যালয়ে আজ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের রেজিস্ট্রার-কাম-সেক্রেটারী ও নির্বাচন কর্মকর্তা ডা: মোঃ জাহাঙ্গীর আলমের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের শিক্ষক প্রতিনিধি বোর্ড সদস্য নির্বাচন-২০১৮ এর ফলাফল প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র বোর্ডের সদস্য ডা: শেখ মোঃ ইফতেখার উদ্দিন, ডা: আশিষ শংকর নিয়োগী ও ডা: মোঃ নজরুল ইসলাম সুমন সহ আরো অনেকে ।
যানাযায়, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডে সারা দেশে প্রতি বিভাগ থেকে ৩ বছর মেয়াদী একজন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত করে থাকেন।এ নির্বাচনে সারা দেশের ৬১টি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের শিক্ষকরা অংশগ্রহন করেন এবং শিক্ষকদের গোপন ভেটে বিভাগীয় শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।এ বছর চট্রগ্রাম বিভাগের শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন উপাধ্যক্ষ ডাঃ আতহার আলী তিনি সর্বোচ্চ ১৩৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন,তার নিকটতম প্রতিদ্ধন্ধী সাবেক র্বোড মেম্বার ডাঃ মোস্তফা হাসান ৬১ ভোট পেয়ে পরাজিত হন।এ নির্বাচনে চট্রগ্রাম বিভাগের ২০২জন শিক্ষক ভোট প্রদান করেন।
৮টি বিভাগের মধ্যে ঢাকা বিভাগ হতে বিনা প্রতিদ্বন্ধীতায় ডা: কায়েম উদ্দিন, চট্টগ্রাম বিভাগ হতে ডা: মোঃ আতাহার আলী, রাজশাহী বিভাগ হতে ডা: এস.এম মিল্লাত হোসেন, রংপুর বিভাগ হতে ডা: খন্দকার আনিছুল হক, সিলেট বিভাগ হতে বিনা প্রতিদ্বন্ধীতায় ডা: মোঃ আব্দুল হক, খুলনা বিভাগ হতে ডা: আনিসুর রহমান, বরিশাল বিভাগ হতে ডা: মাখন লাল হালদার এবং নবগঠিত ময়মনসিংহ বিভাগ হতে ডা: মুহাম্মদ আবুল কাশেম নির্বাচিত হন।
উক্ত নির্বাচনে দেশের ৮টি বিভাগের ৬১টি স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত ৭২১ জন শিক্ষক গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। বিজয়ী বোর্ড সদস্যগণ আগামী ৩(তিন) বছরের জন্য বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।