স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরে হোম কোয়ারেন্টিন না মানায় ১৩ জনকে ৩ হাজার ৮শ’ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮মে) সকাল থেকে শুরু করে বিকাল ৩টা পর্যন্ত চাঁদপুর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঞ্জুরুল মোর্শেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঞ্জুরুল মোর্শেদ বলেন, চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজেদুর রহমান খান এর নির্দেশে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) (এডিসি) ও স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান এর নেতৃত্বে আজ ৪০ জন ভলেন্টিয়ার কে সাথে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় হ্যান্ড মাইকের সাহায্যে মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে ও হোম কোয়ারেন্টিন মেনে চলতে বলা হয়।
এ সময় হোম কোয়ারেন্টিন না মানায় ১৮৯০এর দন্ডবিধি ১৮৮ ধারায় ১৩ জনকে ৩ হাজার ৮০০ টাকা অর্থদ- দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম ডিসি অফিসের সামনর থেকে শুরু করে বিষ্ণুদী দক্ষিন জি টি রোড়, চেয়ারম্যান ঘাট, দর্জি ঘাট, বঙ্গবন্ধু রোড, মিশন রোড, শাহী জামে মসজিদ মোড়, আবুলের দোকানের সামনে, ষ্টোডিয়াম রোড হয়ে পুরাতন বাসষ্ট্যান্ডে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষ করা হয়।
রমযানে আল্লাহর কাছে বাসায় থেকে বেশি বেশি প্রার্থনা করে করোনামুক্ত বাংলাদেশ তথা বিশ্ব কামনা করতে ধর্মপ্রাণ মুসলিমদের প্রতি উদাত্ত আহ্বান করা হয়।