অনেক উদ্বেগ-উৎকণ্ঠা এবং জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদপুর পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হলো। আগামী ১০ অক্টোবর শনিবার এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় গতকাল বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে চাঁদপুর পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে। জারিকৃত প্রজ্ঞাপনে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হলেও শুধুমাত্র মেয়র পদে নতুন কেউ প্রার্থী হতে চাইলে তার জন্যেই মনোনয়নপত্র দাখিলের সুযোগ রয়েছে। অন্য কোনো পদে তথা সংরক্ষিত বা সাধারণ ওয়ার্ডে নতুন করে আর কারো মনোনয়নপত্র দাখিলের সুযোগ নেই নতুন এই তফসিলে। এমনকি মেয়র পদে যাঁরা ইতিপূর্বে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁদের আর পুনরায় মনোনয়নপত্র জমা দিতে হবে না। অর্থাৎ মেয়র, সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ইতিপূর্বে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বৈধ ও চূড়ান্ত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নাম ঘোষিত হয়েছে তাঁরা প্রার্থী হিসেবে বহাল আছেন। তাই শুধুমাত্র মেয়র পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন পৌর নাগরিকদের জন্যেই পুণরায় মনোনয়নপত্র দাখিলের সুযোগ দেয়া হয়েছে। এক্ষেত্রে বলা যায় বিএনপি মনোনীত প্রার্থীর জন্যেই মূলত মনোনয়নপত্র দাখিলের এই তফসিল। আর নির্বাচনটি স্থগিত করাও হয়েছে বিএনপির মেয়র প্রার্থী শফিকুর রহমান ভূঁইয়ার মৃত্যুর কারণে। গত ১৬ মার্চ এ নির্বাচন স্থগিত করা হয়।

এদিকে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হচ্ছেন অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে আছেন এবং প্রতিদিন পৌরসভার কোনো না কোনো ওয়ার্ডে গিয়ে গণসংযোগ করছেন, জনগণের দুঃখ-দুর্দশা সরাসরি দেখছেন, জনগণের সাথে কথা বলছেন।
গতকাল ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী পূর্ণাঙ্গ তফসিল হচ্ছে (শুধুমাত্র মেয়র পদে নতুন প্রার্থীদের জন্যে) : মনোনয়নপত্র দাখিলের শেষদিন ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং ভোটগ্রহণ ১০ অক্টোবর শনিবার। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।