শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর পৌরসভার টোল আদায়কারীর একি কান্ড। ১০ টাকার টোল না দেয়ার অপরাধে জনসম্মুখে সিএনজি চালক ও যাত্রীকে বেদম মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টোল আদায়কারী বোরহান (২৫) কে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। ঘটনার বিবরনে জানা গেছে, ফরিদগঞ্জ থেকে ভাড়া নিয়ে সিএনজি চালক রাসেল চাঁদপুরের উদ্দেশ্যে আসছিলো। এ সময় শহরের ওয়ারল্যাছের টোল ঘর এলাকায় আসলে ইজারাদার ইকবাল হোসেন পাটওয়ারীর টোল আদায়কারী বোরহান পথ আগলে ধরে চাঁদার ১০ টাকা দিতে বলে। চালক রাসেল এ সময় ভাংতি নেই,যাওয়ার সময় দিয়ে দিবে বলে জানায়। এসময় বোরহান উত্তেজিত হয়ে পরে,টাকা না দিলে গাড়ি আটকে রাখার হুমকি দেয়। পরে এক পর্যায়ে সিএনজি চালক রাসেল কে লাঠি দিয়ে মারধর করা শুরু করে। এসময় যাত্রীরা কথা বললে তাদেরকে ও মারধর শুরু করে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বোরহান কে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে ফরিদগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীনা নাসরিন জানান, আমি প্রতিদিন বিভিন্ন কাজে এই সড়কে চাঁদপুর আসি। আসার পথে প্রায় সময় দেখি এই ছেলে টোলের টাকা আদায় করা নিয়ে হট্রগোল করে,এমনকি মানুষকে মারধর করে। একবার আমার সাথে খারাপ আচরন করে ছিলো।
এ ঘটনায় সিএনজি চালক রাসেল চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।