সারাদেশের মতো চাঁদপুরেও শুরু হয়েছে খাদ্য বিভাগের ১০ টাকা কেজি দরে চাল বিক্রি। ডিলারদের মাধ্যমে খোলা বাজারে এ চাল বিক্রি শুরু করে খাদ্য বিভাগ। করোনা পরিস্থিতির মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ এবং জনপ্রতি ৫ কেজি করে চাল বিক্রি করার ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে কিনা না তা পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। গতকাল রোববার সকালে চাঁদপুর শহরে সেনাবাহিনীর সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযানের সময় ডিলারদের দশ টাকা কেজি দরের চাল বিক্রি কার্যক্রমও মনিটরিং করতে দেখা যায়। ছবিটি পুরাণবাজার মাছবাজার এলাকার।
===============—মিজানুর রহমান