মানিক দাস ॥ জেগে উঠো মাটির টানে এই শ্লোগান নিয়ে বিগত বছরের ন্যায় এ বছরও শুরু হতে যাচ্ছে চতুরঙ্গ প্রান ফ্রুটিক্স ১১তম ইলিশ উৎসব। এ উপলক্ষে উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চাকেন্দ্রে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট বিনয় ভূষন মজুমদারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। ইলিশ উৎসবের রূপকার ও চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদের সঞ্চালনায় সভায় সিদ্ধান্ত হয়, বিগত বছরগুলোর ন্যায় সকল সংগঠনের ও সকল কর্মকর্তার স্বর্তস্ফুর্ত অংশগ্রহণ থাকতে হবে। তাছাড়া যেসব সংগঠন ১১ তম ইলিশ উৎসবে তাদের সাংস্কৃতিক কর্মকা- পরিবেশিত করবে তারা যেন উৎসবে এসে আনন্দ উপভোগ করতে পারে সেদিকে সংগঠনের সকল সদস্যরা দৃষ্টি রাখতে হবে। তাছাড়া যাদেরকে যে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করতে হবে। বিগত বছরের ইলিশ উৎসবের সুনাম যেন অক্ষুন্ন থাকে।
এ সময় আরও বক্তব্য রাখেন, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের ভাইস চেয়ারম্যান ও সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরন, কন্ঠ শিল্পী ইতু চক্রবর্তী, জেলা মৎসজীবি সমিতির সাংগঠনিক সম্পাদক তছলিম বেপারী, স্বপ্নকুড়ি সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক মিজান লিটন, দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, নৃত্যধারার প্রশিক্ষক সোমা দত্ত, গীটার প্রশিক্ষক দিলীপ ঘোষ, সাংবাদিক অভিজিত রায়, রংধনু সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক বাপ্পি চৌধুরী প্রমূখ। এসময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী চতুরঙ্গ প্রাণফ্রুটিক্স ১১ তম ইলিশ উৎসব চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ উৎসব চলবে।
শিরোনাম:
বুধবার , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৭ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।