বাংলাদেশের আলোচিত নারী কিলার চাঁদপুরের রসু খাঁ (৪৫) অসুস্থ অবস্থা চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে পুলিশ ও কারারক্ষীদের কঠোর নিরাপত্তায় চিকিৎসাধীন রয়েছেন।
গত বুধবার ১১ নারী খুনী দেশের আলোচিত লেডী কিলার রসু খাঁকে চাঁদপুর আদালতে মামলার হাজিরা দিতে আনা হলে পুলিশের অজান্তে কে-বা কারা তাকে ঘুমের ঔষধ দিয়ে যায়। ঐ ঔষধ খেয়ে রসু খাঁ অসুস্থ হয়ে পড়ে। হাজিরা শেষে রসু খাঁ-কে পুলিশ প্রহরায় সন্ধ্যা সোয়া ৭টায় প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১টায় রসু খাঁ বেশি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ রাত সোয়া ১২টায় তাকে হাসপাতালে এনে ভর্তি করে। রসু খাঁ বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয়তলায় পুরুষ ওয়ার্ডে মেডিসিন ২৭নং বেডে চিকিৎসাধিন রয়েছেন। এ ব্যাপারে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আরএমও ডাঃ সিরাজুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, এ রোগীটি পর্যাপ্ত ঘুমের ঔষধ খেয়েছে। প্রথমে তাকে সন্ধ্যায় প্রাথমিক চিকিৎসা দেয়া হলে রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে এনে ভর্তি করে। লেডী কিলার রসু খাঁ চাঁদপুর সদর উপজেলার মদনা গ্রামের খাঁ বাড়ির আবুল খানের ছেলে। রসু খাঁ ১১ নারী ধর্ষণ শেষে হত্যা মামলার আসামী। সে ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে তরুণীদের এনে ধর্ষণ শেষে নির্জন স্থানে ফেলে রাখতো। ফরিদগঞ্জের গাজীপুরে মসজিদ থেকে বৈদ্যুতিক পাখা চুরির ঘটনায় আটক হয়। পরবর্তীতে তার কাছ থেকেই এসব হত্যাকাণ্ডের কথা প্রকাশ পায়। গতকাল ২৯ মে বৃহস্পতিবার রসু খাঁ-কে দুপুরের পর পুনরায় হাসপাতাল থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
শিরোনাম:
শনিবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।