
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় পুরো বিশ্ব আজ প্রায় অচল। করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করতে আমাদের উচিত সচেতন হওয়া, স্বাস্থ্য বিধি মেনে চলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। এ বিষয়টি গুরুত্ব দিয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সদস্যদের মাঝে চাল বিতরণ করেন। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের মাঝে চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ বাবুল মিজি ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মুন্সী।
বাবুল মিজি জানান, আমাদের রয়েছে ১২৭০ জন শ্রমিক। সকল শ্রমিকের জন্যে জেলা প্রশাসক মহোদয় আট টন চাল বরাদ্দ দিয়েছেন। আমরা পর্যায়ক্রমে সকল শ্রমিককে দেবো। আজকে জেলা প্রশাসক মহোদয় ১৫০ জন শ্রমিকের মাঝে চাল বিতরণ করেছেন। সকলকে ১০ কেজি করে দেওয়া হয়েছে। আর বাকি সকলকে ৫ কেজি করে অথবা গড়পরতা হিসেবে যতটুকু ভাগে পায় সেটা আমরা বিতরণ করবো। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ।