মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার ইসলামামাদ ইউনিয়নের লামচরী গ্রামের মিরাজ ওরফে সিরাজ হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মতিনকে ১৪বছর পর রোববার সকালে নিশ্চিন্তপুর বাজার থেকে থানা পুলিশ আটক করেছে। গতকাল রোববার সকালে উপজেলার নিশ্চিন্তপুর বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ মোবারক হোসেন সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পাঠানচক গ্রামের মীর মোঃ আঃ গনির ছেলে মতিনকে আটক করে।
থানা সূত্র জানা যায়, ২০০০ সালে ইসলামামাদ ইউনিয়নের লামচরি গ্রামের ফজলুল হকের ছেলে এসএসসি পরীক্ষার্থী মিরাজ ওরফে সিরাজ হত্যা করা হয়। এ ব্যাপারে মিরাজের পিতা ফজলুল হক বাদী হয়ে মামলা করে। মামলা নং জিআর ৮৮/২০০০। ধারা ৩০২(৩৪)দন্ড বিধি। এ মামলায় কোন আসামী আটক হয়নি। চাঁদপুর জর্জ আদালতে মামলাটি দীর্ঘদিন বিচারাধীন রয়েছে। আসামী মতিনের বির“দ্ধে আদালত ওঢারেন্ট জারি করলে তিনি পলাতক হয়ে যান। তাই তাকে পুলিশ আটক করতে পারেনি। গতকাল রোববার তাকে নিশ্চিন্তপুর দেখতে পেয়ে গোপনে পুলিশকে সংবাদ দিলে পুলিশ তাকে আটক করে আদালতে সোপর্দ করে।
এ দিকে মতিন আটক হওয়ার থেকে মৃত মিরাজের পিতা মামলার বাদি ফজলুল হক স্বস্তি প্রকাশ করেছে।
শিরোনাম:
শনিবার , ১২ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৭ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।