অভিজিত রায় ॥
১৪ দলের আহবানে বিএনপি জামাতসহ ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালের নামে সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা, পেট্রোল নিক্ষেপ, ভাংচুর ও মানষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আওয়ামীলীগের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানবন্ধনে জেলা আওয়ামীলীগ ছাড়াও, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমীকলীগ, যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ, জেলা জাসদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখা, যুব মহিলালীগ নিজেদের স্ব স্ব ব্যানার নিয়ে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগ সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি বলেন, পাকিস্থান কুত্তা বাহিনীর মতো একটি রুমের থেকে নাশকতার নির্দেশনা আসছে। আমি কোন দলের নেত্রীকে উল্লেখ করে কথা বলতে চাই না। দেশের মানুষ জানে কারা আজ দেশেকে অস্থির করে তুলছে মানুষ পুড়িয়ে মারছে। এ নৈরাজ্য ও মানুষ হত্যা চলমান থাকলে দেশের জনগণই প্রতিশোধ নিবে। সরকার নাশকতাকারীদের ধরিয়ে দিতে পুরষ্কার দিচ্ছে। প্রতিটি নেতাকর্মীর প্রতি আহবান থাকবে নাশকতাকরীদের ধরিয়ে দিতে সহযোগিতা করুন।
জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, জেলা জাসদের সভাপতি অধ্যাপক এম হাসান আলী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা যুবলীগ আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোঃ বাবর, জেলা মহিলালীগ সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নুর খান, জেলা শ্রমীক লীগ সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক এস এম জয়নাল আবেদীন, সদস্য সচিব, এম এ হাসান লিটন, সদর উপজেলা যুবলীগ সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, যুব মহিলালীগ সভাপতি ফরিদা ইলিয়াছ ও সাধারণ সম্পাদক ফারহানা আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ওচমান গণি পাটওয়ারী, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, আহসান উল্লা আখন্দ, দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিক, জেলা যুবলীগ যুগ্ম আহবায়ক আবু পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাড. বদিউজ্জামান কিরনসহ অংসখ্য নেতাকর্মী।