১৫৫ পিচ ইয়াবাসহ বিশ্বজিত দেব (৩৩) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সংঘবদ্ধ টিম।
২৭ আগস্ট বিকেলে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড এলাকা থেকে তাকে ধরা হয়। গ্রেফতারকৃত আসামী বিশ্বজিত দেব বিষু ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার রুপসদি দক্ষিণ পাড়া মৃত হিরালাল দেবেরর ছেলে।
মাদক নিয়ন্ত্রণ দপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মাদককারবারী যুবককে আটক করা হয়েছে। তার কাছে ১৫৫ পিচ ইয়াবা পাওয়া গেছে।
এ বিষয়ে পরিদর্শক মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে।