১৫ জানুয়ারি বুধবার খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে সার্বিক পরিস্থিতি জাতির সামনে তুলে ধরবেন এবং নতুন কর্মসূচি ঘোষণা করবেন। সোমবার রাতে ১৮ দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১৮ দলীয় জোটের বৈঠক শেষে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ সাংবাদিকদের বলেন, ‘১৮ দলের বৈঠকে আমাদের ভুলত্রুটি, আন্দোলনে ব্যর্থতা, নতুন আন্দোলন এবং পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যে খালেদা জিয়া সংবাদ সম্মেলন করবেন।’