প্রতিনিধি
চাঁদপুর বড় স্টেশনের পূর্বের স্থানে লঞ্চঘাট স্থাপনের দাবিতে পুরাণবাজারের ব্যবসায়ী সমাজ থেকে শুরু করে সর্ব শ্রেণীর মানুষের মাঝে দিন দিন ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। তারা অবিলম্বে পূর্বের স্থানে লঞ্চঘাট স্থাপনের দাবি জানিয়ে বলেন, আগামী ১৫ দিনের মধ্যে যদি লঞ্চঘাট পূর্বের স্থানে ফিরিয়ে আনা না হয় তাহলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে।
গতকাল ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ১১টায় চাঁদপুর পুরাণবাজার বাতাসা পট্টিস্থ দেওয়ান ব্রাদার্সে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁদপুর চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রিক্সাওয়ালা, খেয়াঘাটের মাঝি, লেবার, শ্রমিক থেকে সর্বশ্রেণীর মানুষের উপস্থিতিতে বক্তাগণ বলেন, আমরা লঞ্চঘাট পূর্বের স্থানে ফিরিয়ে আনার জন্য আন্দোলন করবো কেন? আমাদেরতো আন্দোলন করার কথা ছিলো না। লঞ্চঘাট পূর্বের স্থানে ফিরিয়ে আনার দায়িত্ব প্রশাসনের। গত ১ নভেম্বর তারিখ পূর্বের স্থানে লঞ্চঘাট পুনরায় স্থাপনের কথা থাকলেও তা এখন পর্যন্ত কার্যকর হচ্ছে না। আর কেন হচ্ছে না, তা বুঝতে এখন আর কারো বাকি নেই। শুধু একটা কথাই বলবো, পুরাণবাজার ব্যবসায়িক ঐতিহ্য আর দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের সর্ব সুবিধাযুক্ত ঐতিহ্য পূর্বের স্থানে লঞ্চঘাটের স্থান পরিবর্তন নিয়ে কেউ কোনো রাজনীতি করার চেষ্টা করবেন না। পুরাণবাজারের ব্যবসায়িক কার্যক্রম নষ্ট করে মাদ্রাসা রোডে লঞ্চঘাট স্থাপনের জন্য যারা নীল নকশা করছেন তারা ভুলে যাবেন না, চাইলেই কোন ঐতিহ্য নষ্ট করা যায় না। বৃটিশ আমলে গড়ে ওঠা লঞ্চঘাটের স্থান আমরা কিছুতেই পরিবর্তন হতে দেবো না। আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনসহ সকলের কাছে বিনীত দাবি জানাচ্ছি, পূর্বের স্থানে অনতিবিলম্বে লঞ্চঘাট ফিরিয়ে আনুন। যদি তা না হয় তাহলে বৃহৎ আন্দোলনের মাধ্যমেই আমরা তা বাস্তবায়ন করবো।
সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি ও পূর্বের স্থানে লঞ্চঘাট ফিরিয়ে আনা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ফয়েজ আহমেদ মন্টুর সভাপ্রধানে বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা ও চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ সালাউদ্দিন মোহাম্মদ বাবর, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক বিশিষ্ট রাজনীতিবিদ আমিনুল ইসলাম বাবুল, পরিষদের যুগ্ম আহ্বায়ক ব্যাংকার মজিবুর রহমান, মমতাজ উদ্দিন মন্টু গাজী, কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র সাহা, ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাসির খান, পরিষদের নেতা মোঃ স্বপন দেওয়ান, শেখ শরীফ আহম্মেদ, মোঃ দুলাল কাজী, মোহাম্মদ আলী কুট্টি, মোঃ নাছির আখন্দ, মোঃ হারুন মিয়াজী, আশীষ দেবনাথ, মোঃ নাসির মোল্লা, তৈয়বুর রহমান টিপু, কাদির হাওলাদার, দুলাল বেপারী, গৌতম কুমার সাহা প্রমুখ। সভা পরিচালনা করেন পূর্বের স্থানে লঞ্চঘাট ফিরিয়ে আনা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোশারফ হোসেন মানিক। বক্তারা অনতিবিলম্বে ডাকাতিয়া নদীতে ড্রেজিং ব্যবস্থাসহ চাঁদপুর শহরকে মেঘনার ভাঙ্গন থেকে স্থায়ীভাবে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করারও জোর দাবি জানান এবং লঞ্চঘাট পূর্বের স্থানে ফিরিয়ে আনার দাবিতে আগামী ১৭ ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।