মতলব উত্তর প্রতিনিধি :চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সরকার ঘোষিত পরিত্যক্ত ভবনের নিচেই চলছে কোমলমতি শিশুদের পাঠদান কার্যক্রম। উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের হাজীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় নির্মাণ হয়েছিল ১৯৯৬ সালে। নির্মাণের মাত্র ১৬ বছরেই স্কুলের ভবনটি সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা না নেয়ায় ঝুঁকি নিয়েই চলছে দু’শতাধিক শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম।
হাজীপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী সংখ্যা ১৯৫ জন। এর মধ্যে শিশু শ্রেণীতে ৩০ জন, ১ম শ্রেণীতে ৫৩ জন, ২য় শ্রেণীতে ২৯ জন, ৩য় শ্রেণীতে ৩২ জন, ৪র্থ শ্রেণীতে ২৮ জন এবং ৫ম শ্রেণীতে ২৩ জন শিক্ষার্থী রয়েছে। আর স্কুলটিতে শিক্ষক রয়েছেন ৪ জন। সরেজমিন দেখা যায়, অফিস কক্ষের দু’পাশের ৩টি কক্ষে কোমলমতি শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করছে। শিক্ষকরাও ক্লাস করাচ্ছেন। অথচ, স্কুলের ছাদ ও বিমের আস্তর খসে খসে পড়ে ব্যাপক অংশ ফাঁকা হয়ে গেছে, দরজা-জানালা ভাঙ্গা, মেঝের আস্তর উঠে গেছে আর বৃষ্টি হলে ছাদ দিয়ে পানি পড়ে সব ভিজে একাকার হবার কথাতো জানালো খোদ শিক্ষার্থীরাই। ইতিপূর্বে ক্লাস চলাকালিন ছাদ থেকে আস্তর খসে পড়ে একাধিক শিক্ষার্থী আহত হবার মতো ঘটনাও ঘটেছে এই স্কুলে। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ জরুরি বলে শিক্ষক-শিক্ষার্থীরা জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন মোবাইল ফোনে জানান, আমি এখনই শিক্ষা অফিসের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।