চাঁদপুর নিউজ ডেস্ক =
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহাল ও আটক কেন্দ্রীয় ৫ নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে ঘোষিত ৮৪ ঘন্টার হরতালের শেষ দিনে অসংখ্য যানবাহন ভাংচুর, রাস্তায় অগ্নিসংযোগ ও দোকানপাটে হামলার মধ্য দিয়ে হরতাল পালন করা হয়েছে। জেলায় ১০ পিকেটারকে পুুলিশ আটক করেছে।
গতকাল বুধবার ১৮ দলীয় জোট ঘোষিত ৮৪ ঘন্টা হরতালের শেষ দিন সকাল ১০ টায় চাঁদপুর জেলা বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের উদ্যোগে হরতালে সমর্থনে মিছিল জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বের করা হয়। মিছিলে নেতৃত্বদেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক। মিছিলে বর্তমান সরকার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের শ্লোগান ও তার অপসারণ এবং আটক কেন্দ্রীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েও বিভিন্ন ধরনের শ্লোগান দেয়া হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে, কালীবাড়ি এলাকা ঘুরে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে উল্লেখযোগ্য নেতা-কর্মীর মাঝে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এস.এম কামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সেলিমুস সালাম, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আক্তার হোসেন মাঝি, যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস আহমেদ বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান গাজী, বিএনপি নেতা আলী আহমদ সরকার, বিএম শাহজাহান, জেলা যুবদলের সভাপতি শাহ জালাল মিশন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন চান্দু, সহ-সভাপতি কাদের বেপারী, প্রচার সম্পাদক পারভেজ আলম রবিন, জেলা ছাত্রদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা জামায়াতের আমির এ.এইচ.এম আহমদ উল্লাহ মিয়া, সেক্রেটারী বিল্লাল হোসেন মিয়াজী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জুনায়েদ হাসান মোক্তারসহ বিএনপির অঙ্গ সংগঠন, শহর জামায়েত ইসলামী, ছাত্রশিবির নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। ৮৪ ঘন্টা হরতোলের ৩য় দিনে শহরের কুমিল্লা রোডে বঁধূয়া বস্ত্র বিতানে ভাংচুরের ঘটনা ঘটায় চাঁদপুর শহরের ব্যবসা-প্রতিষ্ঠান মালিকদের মাঝে আতঙ্ক বিরাজ করায় গতকাল (বুধবার) দুুপুর পর্যন্ত দোকানপাট বন্ধ থাকে। সকাল ৮ টায় শহরের ১০ ও ১১ নং ওয়ার্ড থেকে হরতাল সমর্থকরা বিএম শাহজাহানের নেতৃত্বে একটি মিছিল কালীবাড়ি এলাকায় আসে। প্রেসক্লাব সড়ক দিয়ে এক নারী রোগী নিয়ে তার স্বামী মোটর সাইকেল যোগে আসলে, মিছিলের পেছন থেকে কতিপয় যুবকরা ঐ মোটর সাইকেলটি ওয়ান মিনিটের সামনে ভাংচুর করে।
এসময় মিছিলকারীরা সাধনা ঔষধালয়ের সামনে থেকে শুরু করে জোড় পুকুর পাড় পর্যন্ত প্রায় শতাধিক বন্ধ দোকানের সাটারে আঘাত করে। রাস্তার পাশে দেয়া বেশ কয়েকটি পৌরসভার ভ্রাম্যমাণ ডাস্টবিন রাস্তায় ছুরে ফেলে ভাংচুর করে। সকাল থেকে শহরে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। দুপুর ১ টার পর থেকে শহরে যানবাহন চলাচল পুরোপুরিভাবে শুরু হয়। হরতালের কারণে চাঁদপুর থেকে কুমিল্লা-চট্টগ্রাম-ঢাকাসহ বিভিন্ন স্থানের বাস-ট্রাক চলাচল সম্পুর্নভাবে বন্ধ ছিল। দুপুর ১টা থেকে চাঁদপুর-ঢাকা নৌ-পথে নৌযান চলাচল করেছে। সকাল থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট নামক স্থানে ১৪ নং ওয়ার্ড বিএনপি ও ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীরা অবস্থান নেয়। তারা হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করে। একইভাবে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা কুমারডুগী, ঘোষের হাট, মান্দারীসহ নিজস্ব এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করে। এ সময় তারা আঞ্চলিক মহাসড়কের বেশ কয়েকটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। এমনকি তারা ঐ এলাকায় অর্ধশতাধিক রিক্সা, মোটর সাইকেল ও বাই সাইকেল ভাংচুর করে। কুমারডুগীতে হরতাল সমর্থনকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে লাল নিশানা উড়িয়ে হরতালের সমর্থনে পিকেটিং করে। সকাল ৮ টায় চাঁদপুর জেলা কৃষকদল হরতালের সমর্থনে শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঐ এলাকায় এসে শেষ হয়। এর কিছু সময় পর বিএনপি অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে একই স্থান থেকে একটি মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাস স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। সকাল সাড়ে ১১ টায় শহরের চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনের রাস্তায় হরতাল সমর্থনকারীরা অবস্থান নিয়ে দু’টি স্থানে আগুন ধরিয়ে অবরোধ সৃষ্টি করে। এ সময় তারা আতশ বাজি ফুটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। পরে পুলিশ এসে ঐ দু’টি স্থানের আগুন নিভিয়ে হরতালকারীদের ধাওয়া দেয়।
এসময় প্রফেসর পাড়া এলাকা থেকে এক পিকেটারকে পুলিশ আটক করে। এসব ঘটনার মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা ৮৪ ঘন্টার হরতালের শেষ দিন অতিবাহিত হয়। চাঁদপুর সদর উপজেলা থেকে পুলিশ ৭ জন পিকেটার ও মতলব দক্ষিণ উপজেলা থেকে ৩ জন পিকেটারসহ মোট ১০ জন পিকেটারকে পুলিশ আটক করে। – See more at: https://www.chandpur-barta.com/first-page/2013/11/14/9822#sthash.Pmu8g9hO.dpuf
শিরোনাম:
রবিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩১ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।