প্রতিনিধি=
অবরোধের সমর্থনে অনবরত বিক্ষোভ মিছিল, সমাবেশ, রাস্তা অবরোধ, পিকেটিং গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ, মাঝে মধ্যে ককটেল বিস্ফোরনের কারণে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জ উপজেলার জনজীবনও বিপর্যস্ত। শুধু দ্রব্যমূল্য বৃদ্ধিই ঘটেনি সরবরাহ বন্ধ হয়ে গেছে লাগাতার অবরোধের কারণে। কাদের মোল্লার ফাঁসির আদেশের সাথে সাথে যেন ফরিদগঞ্জের জনজীবন থেমে গেছে পুরোদমে। ঘর থেকে মানুষ বেরুতে চায়না কোন এক অজানা ভয়ে। গত পরশু এবং গতকালের চিত্র ছিল একেবারে ভিন্ন। সন্ধ্যার পর পরই সাধারন মানুষ ঘরে বা বাড়ি চলে গেছে, যাদের নিয়মিত রাত এগারটা পর্যন্ত চায়ের দোকানে, রাস্তায় বা বাজারে আড্ডা দিতে দেখা যায়, সন্ধ্যার পর তারাও আড্ডার পাট চুকিয়ে ফেলেছে। রাত ৯টায় ফরিদগঞ্জ বাজার ছিল সম্পূর্ণ অচেনা ভূতুড়ে এলাকার মত। গতকাল বুধবার ভোররাত থেকে পিকেটাররা ফরিদগঞ্জ-রায়পুর সড়কের নারিকেলতলা থেকে গৃদকালিন্দিয়া পর্যন্ত বড় বড় গাছ কেটে রাস্তা অবরোধ এবং শিবির কর্মীরা লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ মিছিল ও রাস্তায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করে।
এদিকে ১৮ দলের ডাকা অবরোধের সমর্থনে বুধবার সকালে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের চতুরা হাসপাতাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে ফরিদগঞ্জ বাসষ্ট্যান্ড পর্যন্ত ঘুরে পূর্বের স্থানে গিয়ে এক পথসভার মধ্যদিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, পেয়ার আহাম্মদ, শিপন, জামাই ফারুক, এমরান হোসেন, স্বেচ্ছাসেবক দলের দেলোয়ার হোসেন সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম রাঢ়ী, হারুন পাঠান, মহিলা নেত্রী পারুলের নেতৃত্বে মহিলা দলের নারী কর্মীরা উপস্থিত ছিল।
শিরোনাম:
সোমবার , ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।