সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বুধবার গভীর রাতে মামলাটি দায়ের করেন।
এতে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা স্বপন মাহমুদসহ ১৮ দলীয় জোটের ১৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো আড়াইশ জনকে আসামি করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ জানান, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার মহামায়া এলাকায় বিজিবি সদস্যের একটি গাড়িতে হামলা চালায় অবরোধকারীরা। এ সময় বিজিবির গুলিশে এক যুবদল কর্মী নিহত হন।
নিহত ফারুক হোসেন পাটওয়ারী (৩২) শাহমাহমুদপুর ইউনিয়নের পশ্চিম লোধেরগাঁও এলাকার আব্দুর রাজ্জাক পাটওয়ারীর ছেলে।
ফরুক নিহতের প্রতিবাদে বৃহস্পদিবার চাঁদপুরে আধাবেলা হরতাল করছে ১৮ দলীয় জোট।
বিএনপিসহ জোটের নেতা-কর্মীরা সকালে হরতালের সমর্থনে মিছিল করলেও বড় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।