প্রতিনিধি
চাঁদপুর প্রেসক্লাবে জেলা বিএনপি শীর্ষ নেতাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঁদপুরের ৫ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থিত একক প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
গতকাল ১০ ফেব্র“য়ারি সোমবার বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর প্রেসক্লাবের তৃতীয়তলার হলরুমে বিএনপির সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক ও সাধারন সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট সমর্থিত চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছে। দলের প্রতি যাদের ত্যাগ, শ্রম ও জনগণের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে, এমন ব্যক্তিকেই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে মনোনীত করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলায় বিএনপি দু’টি ভাগে বিভক্ত হয়ে উপজেলা পরিষদ নির্বাচনে দু’ জন প্রার্থী দাঁড়িয়েছে। আমরা সমঝোতার মাধ্যমে একজন প্রার্থী দিবো। তাদের সাথে একাধিকবার আলোচনা করা হয়েছে। তারা দাবি তুলেছে বহিস্কৃত দু’জন নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলে, তারা নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেবে। এ বিষয়ে কেন্দ্রীয় দু’ জন যুগ্ম মহাসচিবের কাছে লিখিত বার্তাও দেয়া হয়েছে। কেন্দ্র নির্দেশ দিয়েছে বহিস্কৃত নেতাদের বিষয়ে প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। এর মধ্যে ৫টি উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্য্না, ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাত্র ৩ জনের নাম ঘোষণা করে। সংবাদ সম্মেলনে ঘোষিত প্রার্থীরা হলেন ঃ ফরিদগঞ্জ উপজেলার চেয়ারম্যান পদে শরীফ মোঃ ইউনুস, মতলব দক্ষিণ উপজেলায় মোঃ আব্দুস শুক্কুর পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলায় দেওয়ান মোঃ শফিকুজ্জামান, মতলব উত্তর উপজেলায় নুরুল হক সরকার ও হাইমচর উপজেলায় হারুন অর রশিদ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এরা হলেনঃ চাঁদপুর সদর উপজেলায় খলিলুর রহমান গাজী, মতলব উত্তর উপজেলায় মিয়া মনজুর আলম স্বপন, মতলব দক্ষিণ উপজেলায় শাহজাহান মোঃ মল্লিক, হাইমচর ও ফরিদগঞ্জের পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদগঞ্জে রেবেকা সুলতানা স্মৃতি, হাইমচরে মাকসুদা বেগম, চাঁদপুর সদরে অ্যাড. মনিরা চৌধুরী, মতলব উত্তরে নিলুফা আক্তার, মতলব দক্ষিণ রেহানা আক্তার রানু। এরা সবাই বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থী।
সংবাদ সম্মেলনে দলীয় নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি’র প্রবীন নেতা সফিউদ্দিন আহমদ, সাবেক সাংসদ লায়ন মোঃ হারুনুর রশিদ, মোস্তফা খান সফরী, অ্যাড. সলিমুল্লা সেলিম, মনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, মোঃ সেলিমুচ্ছালাম, অ্যাড. জহির উদ্দিন বাবর, মাহবুব আনোয়ার বাবলু, শাহজালাল মিশন, আফজাল হোসেন, নুরুল আমিন খান আকাশ, ফয়সাল আহমেদ বাহারসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন গোলাম কিবরিয়া জীবন, গিয়াস উদ্দিন মিলন, হাসাদুজ্জানা মন্টু, শাহ মোঃ মাকসুদুল আলম, শহীদ পাটোয়ারী, ইকরাম চৌধুরী, ইকবাল পাটোয়ারী, জালাল চৌধুরী, আঃ রহমান, বিএম হান্নান, রহিম বাদশা, আঃ আউয়াল রুবেল, মির্জা জাকির, সোহেল রুশদীসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকগণ।
শিরোনাম:
রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।