এ ব্যাপারে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি চাঁদপুর কণ্ঠকে জানান, প্রথম দফা তথা ১৯ ফেব্রুয়ারি চাঁদপুরের কোনো উপজেলার নির্বাচন হচ্ছে না। তবে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফা তফসিল ঘোষণা করা হবে। সেখানে চাঁদপুরের ৪-৫টি উপজেলার নাম থাকতে পারে।
এ দিকে প্রথম দফা যে তফসিল ঘোষণা করা হয়েছে তা হচ্ছে ঃ ২৫ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৭ জানুয়ারি বাছাই, ৩ ফেব্রুয়ারি প্রত্যাহারের শেষ দিন এবং ১৯ ফেব্রুয়ারি ভোটগ্রহণ।
এদিকে চাঁদপুরের ৮ উপজেলায় নির্বাচনের জন্য বড় দু� দলের সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারা বিভিন্নভাবে মাঠে বিচরণ করে জনগণের সাথে কুশল বিনিময় করছে। খোঁজ নিয়ে জানা গেছে, এখনো পর্যন্ত জেলার ৮টি উপজেলা পরিষদে যেসব চেয়ারম্যানরা বর্তমানে আছেন তারা এবং বিগত নির্বাচনে যারা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এবারো তারাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কোনো কোনো উপজেলায় এর ব্যতিক্রমও হতে পারে। আবার এও শোনা যাচ্ছে যে, কোনো কোনো উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীও থাকতে পারে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কোনো কোনো উপজেলায় একাধিক প্রার্থী থাকবে বলে শোনা যাচ্ছে। তবে বড় দু� দলের মধ্যে ৮ উপজেলায় কারা কারা প্রার্থী হবেন কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাবে। আর বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আভাস পাওয়া যাচ্ছে।