প্রতিনিধি
হাইমচর উপজেলা চরভৈরবী ইউনিয়নের তাসকার কান্দির ডাকাতি ও খুনের দায়ে মৃত্যুপ্রাপ্ত আসামী বেলাল হোসেন (৬৫) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। দুই দিন জিজ্ঞাসাবাদের পর রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়। হাইমচর থানার এস আই মোঃ আঃ হালিম সরকার ও এ এস আই মিরাজুল ইসলামের নেতৃত্ব তাকে গ্রেফতার করা হয়। সে তাসকার কান্দি গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মুতাহিত এর পুত্র। থানা সূত্রে জানা গেছে, বেলাল হোসেন ১৯৯২ সালে লক্ষীপুর জেলা থেকে ডাকাতি করে ফেরার পথে গুলি করে একজনকে হত্যা করে। লক্ষীপুর জেলা দায়রা জজ আদালত ১৯৯৫ আট জন ডাকাতের বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি ধারায় খুন ও ডাকাতির মামলায় মৃত্যদন্ড রায় প্রদান করেন। কয়েক বছর পলাতক থাকার পর বেলাল নিজ বাড়িতে ছদ্ম বেশে রিক্সা চালাতে থাকেন। এদিকে হাইমচর থানার অধীনে থাকায় আসামী বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা হয়। হাইমচর থানা পুলিশ গোপনে বিষয়টি জানতে পেরে অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। তিনি জানান, শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। নাম গোপন রাখায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।