শরীফুল ইসলাম
আর মাত্র কয়েক দিন পরেই শুরু হতে যাচ্ছে সার্বজনীন মুক্তিযুদ্ধের বিজয় মেলা। পহেলা ডিসেম্বর থেকে মেলা শুরুর লক্ষে বিজয় মেলার মাঠ ও মঞ্চের কাজ ব্যাপক প্রস্তুতি চলছে। বর্তমানে মেলার সকল কর্মকত্তারা মেলার কার্যক্রম ও কর্মকান্ড নিয়ে খুব ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে। মেলায় এবার অনান্য বছরের তুলনায় এবছর একটু ব্যতিক্রম ভাবে সাজানো হচ্ছে মেলার মাঠ। মাঠের চার পাশের দোকানগুলো আগের মত থাকলেও মাঝের সারির স্টলগুলো সাঝানো হয়েছে ভিন্ন রূপে। জানা যায়, প্রতি বছর দর্শক সমাগম বাড়ার কারনে ও দর্শক নিরাপত্তার কথা চিন্তা করে একটু ব্যতিক্রম ভাবে স্টগুলো সাঝানো হচ্ছে। ১৯৯২ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবসে মুক্তিযুদ্ধের বিজয় মেলার যাত্রা শুরু হয়। আগামী ১ ডিসেম্বর মেলা শুরু হলে মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২৩ বছরে পা রাখবে। মাঠের স্টল ও সাঝ সর্জার জন্য গত ১ ডিসেম্বর থেকে মা ডেকোরেটর কর্মিরা চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে কাজ শুরু করেছে। এবছর মেলার সার্বিক দিক বিবেচনা করে মেলাকে সর্বাতœক সহায়তা করতে মাছ ও মঞ্চে অর্থ,কূপন,নাট্য, সাস্কৃতি, মাল্টিমিডিয়া ও স্বরনিকাসহ ১২ টি পরিষদ মেলায় কাজ করবে। এই বছর মেলায় মোট ১শ ৩৫ টি বানিজ্যিক স্টল তৈরি করা হবে বিজয় মেলার মাঠে। এছাড়া স্টলের পূর্ব ও পশ্চিম পাশে আরো দুটি প্রবেশ পথ করা হবে, যাতে করে মেলায় আশা দর্শনার্থীদের কোন প্রকার ভীড় উপেক্ষা না করতে হয়। মেলায় নিরাপত্তা জোরদার করার জন্য ১০ থেকে ১২ টি সিসি ক্যামেরা লাগানো হবে। এদিকে পহেলা ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু নিয়ে চাঁদপুরবাসীর মাঝে উৎসব আমেজ বিরাজ করছে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।