রফিকুল ইসলাস বাবু ॥
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, ২০১৬ সালকে আমরা নৌ-দূর্ঘটনা মুক্ত বছর ঘোষনা করেছি। আমরা নৌ-দূর্ঘটনা থেকে রক্ষা পেতে চাই। আল্লাহর রহমতে ৯ মাস ভালোই কেটেছে। বাকী মাসগুলো পার হলে আমরা লক্ষে পৌঁছতে পারবো। শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-শরীয়তপুর হরিণা ফেরিঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন। সারাদেশে নৌ-পথে চলাচলকারী যাত্রীদের ব্যবস্থাপনা সম্পর্কে মন্ত্রী বলেন, প্রতিবছর যাত্রীদের জন্য আমরা যেরূপ ব্যবস্থা করেছি, এবছরও তাই করা হয়েছে। তবে সদর ঘাটে নৌ-কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা করা হয়েছে। যারা শিশু ও বৃদ্ধদেরকে লঞ্চে উঠার জন্য সহায়তা করবে। এছাড়াও সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট এলাকার প্রশাসন নৌ-পথের যাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করছে। তাদের কাজের তৎপরতা পর্যবেক্ষণ করার জন্য আমরা ঘাটগুলো পরিদর্শন করছি। এ সময় উপস্থিত ছিলেন বিআইডাব্লিউটিসি’র পরিকল্পনা ও পরিচালনা বিভাগের পরিচালক ভোলানাথ, চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দু সবুর মন্ডল, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহামেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারীসহ বিআইডাব্লিউটিসি ও বিআইডাব্লিউটিএর চাঁদপুর কর্মকর্তাবৃন্দ।