শাহরিয়ার খান কৌশিক ॥
২০ দলীয় জোটের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অসংখ্য নিরিহ নিরপরাধ নিতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত আগামীকাল রোববার ভোড় ৬ টা থেকে বুধবার ভোড় ৬ টা পর্যন্ত টানা ৭২ ঘন্টা হরতাল আহবান করা হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির আহবায়ক ও জেলা ২০ দলীয় জোটের নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও তার বাসায় যৌথ বাহিনীর অভিযান, জেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, চাঁদপুর সদর ২ নং আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার সহ অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবীতে জেলা ২০ দলীয় জোট ৭২ ঘন্টা হরতাল সফল ও সার্থক করার জন্য জেলা ও উপজেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগনকে আহবান জানিয়েছেন।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।