শাহরিয়ার খান কৌশিক ॥
বেগম খালেদা জিয়ার বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক বন্ধ, পানির লাইন সহ সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করা ও ২০ দলীয় জোটের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, অসংখ্য নিরিহ নিরপরাধ নিতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা ও নির্যাতনের প্রতিবাদে ২০ দলীয় জোট কেন্দ্র ঘোষনা অনুযায়ী টানা ৭২ ঘন্টার হরতাল আহবান করে।
আজ হরতালের প্রথম দিনে শহরে কয়েকটি ওয়ার্ড থেকে ঝটিকা মিছিল বের হলেও শহরের যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক। শহরের বিভিন্ন স্থান থেকে যুবদল ও জামায়াত শিবিরের ৪ জনকে আটক করে মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো বাগাদী ইউনিয়নের জুলফু মিয়ার ছেলে ওছমান গণি (৩০), ছোট লক্ষিপুরের মোস্তফা ঢালির ছেলে ফজলুর রহমান,শহর যুবদলের আহবায়ক আব্দুল কাদের বেপারী (৪০ ও কোড়ালিয়া এলাকার যুবদল নেতা জুয়েল। হরতালের প্রথম দিনে চাঁদপুর শহরে সকালের প্রথম প্রহর থেকেই বিভিন্ন ছোট বড় যানবাহন চলাচল করতে থাকে। জেলা বিএনপির কোন নেতা কর্মীকে রাজ পথে দেখা যায়নি। শহরের কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ব্কিালের দিকে চাঁদপুর পৌর ৯ নং ওয়ার্ড থেকে যুবদল, ছাত্র দল, ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি প্রফেসারপাড়া থেকে বের হয়ে বিপনিবাগ বাজারের দিকে ধাবিত হয়। এছাড়াও বিভিন্ন পাড়া ও ওয়ার্ড থেকে খন্ড বিচ্ছিন্ন কয়েকটি মিছিল বের হওয়ার চেষ্টা করলেও পুলিধের ধাওয়া খেয়ে তা আর বের হতে পারেনি। এদিকে শহরের বিভিন্ন স্থানে নাশকতা রোধে গুরুত্বপূর্ণ স্থান গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। দুপুরে মডেল থানার এসআই আনোয়ার মহিলা কলেজ সড়কের কাদেও বেপারী বাসা থেকে তাকে আটক করে। সন্ধ্যায় লঞ্চঘাট এলাকা থেকে এসআই আবু সাইদ অভিযান চালিয়ে জুয়েলকে আটক করে।এছাড়া তিনি চেয়ারম্যান ঘাট এলাকা থেকে বাগাদী ইউনিয়নের জুলফু মিয়ার ছেলে ওছমান গণিকে আটক করে। আককৃতদেও গাড়ী ভাংচুর অগ্নি সংযোগের ঘটনা ও পুলিশের উপর হামলার ঘটনা সহ বেশ কয়েকটি মামলার আসামী দেখানো হয়। কেন্দ্র ঘোষিত গতকাল রোববার ভোড় ৬ টা থেকে আগামি বুধবার ভোড় ৬ টা পর্যন্ত টানা ৭২ ঘন্টা হরতাল চলবে।