আগামী ২২ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ওই দিন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৫জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে অ্যাড. জহিরুল ইসলাম ও অ্যাড. জসিমসহ আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য এবং অ্যাড. সেলিম আকবর ও অ্যাড. আমিন আহম্মেদসহ জাতীয়তা বাদী আইনজীবী সমমনা পরিষদের সদস্যরা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাড. ইকবাল-বিন-বাশার মনোনয়ন পত্র জমা দেন।
এ নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হলেন ৩ জন। এরা হলেন, সমন্বয় পরিষদের অ্যাড. জহিরুল ইসলাম, সমমনা পরিষদের অ্যাড. সেলিম আকবর ও (স্বতন্ত্র) অ্যাড. ইকবাল-বিন-বাশার। মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপত্তি দাখিল ও আপত্তি শুনানী গতকাল বিকেলেই শেষ হয়েছে। ১৮ জানুয়ারী রবিবার দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন অ্যাড. মো. কামরুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার অ্যাড. মো. নুরুল্ল্যাহ, অ্যাড. মো. আতিকুর রহমান। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু।
শিরোনাম:
শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।