প্রতিনিধি
আগামী ২৩ মার্চ রোববার শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। আজ মধ্য রাত থেকে প্রচার-প্রচারণা বন্ধ থাকবে। তবে প্রার্থীরা গণসংযোগ চালিয়ে যেতে পারবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে
চেয়ারম্যান পদে আওয়ামী ও বিএনপি সমর্থিত দু� প্রার্থীর মধ্যে এবং ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সমর্থিত তিন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদেও তিন প্রার্থীর মধ্যে লড়াই হবে। চেয়ারম্যান পদে যে দু� প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে এরা হচ্ছেন : আওয়ামী লীগ সমর্থিত হুমায়ুন কবির মজুমদার ও বিএনপি সমর্থিত বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী। ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী হচ্ছেন : আওয়ামী লীগ সমর্থিত রেজাউল করিম মিন্টু, বিএনপি সমর্থিত শাহ মোহাম্মদ আলী ও জামায়াত সমর্থিত মাওঃ আবুল হোসাইন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী হচ্ছেন : আওয়ামী লীগ সমর্থিত কামরুন্নাহার কাজল, বিএনপি সমর্থিত হাছিনা আক্তার ও বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডঃ শাহনাজ আক্তার রোজী।
এদিকে শেষ মুহূর্তের গণসংযোগ ও প্রচার-প্রচারণায় প্রার্থী এবং তাদের কর্মীরা নির্ঘুম রাত কাটাচ্ছে। ভোটারদের বাড়ি-বাড়ি, হাট-বাজার ও দোকানপাটে নিজ নিজ প্রতীকের সমর্থনে অবিরাম গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারা। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা নানামুখী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আওয়ামী লীগের তৃণমূলের ভোটে নির্বাচিত হয়ে দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বৃহত্তর টামটা ইউপির ২৭ বছরের সফল চেয়ারম্যান এবং বর্তমান টামটা উত্তর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার (কাপ-পিরিচ)। আর ১৯ দলীয় জোটের চেয়ারম্যান পদে দল সমর্থিত প্রার্থী হচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী (আনারস)। এছাড়া ১৯ দলীয় জোটের শরীক বাংলাদেশ কল্যাণ পার্টির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শাহরাস্তি উপজেলা কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ জিলান মিয়া (দোয়াত-কলম) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৪জন। পুরুষ ভোটার ৬৮ হাজার ১শ� জন ও মহিলা ভোটার ৭২ হাজার ৯শ� ৪ জন। উপজেলার ৫৭টি ভোট কেন্দ্রে ৩৯৩টি বুথের মাধ্যমে এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ৫৭ জন প্রিজাইডিং অফিসার, ৩শ� ৯৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭শ� ৮৬ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। প্রশাসন ২৯টি ভোট কেন্দ্রকে চিহ্নিত করে অধিক গুরুত্ব সহকারে নিরাপত্তা জোরদারের প্রস্তুতি গ্রহণ করেছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসন সকল ধরনের ব্যবস্থা নিয়েছে।