অভিজিত রায় ॥
আগামী ২৫ জানুয়ারী রবিবার শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের বিদ্যাদেবী সরস্বতী পূজা। ধর্মীয় রীতিতে সরস্বতী পূজা একদিনের হলেও চাঁদপুরে সকল বিদ্যার্থী ব্যাপক আড়ম্বরের সহিত পালন করে। এর ফলে ২৫ জানুয়ারী মূল পূজার আগেরদিন পূজারীরা সারাদিন ও রাত ব্যাস্ত সময় কাটায় মন্ডপে মন্ডপে দেবী আনয়নে। ২৬ জানুয়ারী সোমবার পূজার পরদিন ঐতিহ্যগত কারনেই চাঁদপুরে সরস্বতী দেবীকে নিয়ে শহরে শোভাযাত্র বের হয়। এবছর রাজনৈতিক অস্তিরতার মাঝেও শহরে পূজাকে ঘিরে ব্যাপক প্রস্তুতিও সকল বয়সী বিদ্যার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। শহরের নতুন বাজারের শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রম, গোপাল জিউর আখড়া, কুন্ডের বাড়ী দুর্গা মন্দির, কালী বাড়ি মন্দির, মজুমদার বাড়ি মন্দির, পুরান বাজারের হরিসভা মন্দির ছাড়াও আদালত পাড়া, প্রতাপ সাহা বাড়ী দুর্গা মন্দির, পালপড়া শীতলা মায়েয়র মন্দির, গাঙ্গুলী পাড়া, ঘোষ পাড়া মন্দির, কদমতলা রোড, গুহ বাড়ী দর্গা মন্দির, মির্নাভা পূজা মন্দির, বকুলতলা পূজারী সংঘ, জোড় পুকুর পাড় পূজারী সংঘ, কোড়ালিয়া সাহা বাড়ী মন্দির, কুমিল্লা রোড, হাজী মহসিন রোড, জে এম সেনগুপ্ত রোড, মুন্সেফ পাড়া পূজারী সংঘসহ প্রায় দেড় শতাধিত মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সরস্বতী দেবীর প্রতীমা তৈরীতে প্রতিমা শিল্পীরা নতুন বাজারের গোপাল জিউর আখড়া, কালী বাড়ি মন্দির ও পুরানবাজারের হরিসভা মন্দিরে ব্যাস্ত সময় কাটাচ্ছে। এখন প্রতীমার মাটির গড়নের কাছ শেষ পর্যায়ে। দু’একদিনের মধ্যেই প্রতীমা রং ও সাজসজ্জা করা হবে পূজারীদের পছন্দ মতো শাড়ী গহনা পড়িয়ে। অন্যদিকে মন্ডগুলোতে পূজারী মহা ব্যাস্ত কি করে সুন্দর ও মনোরম সাজসজ্জা করা যায়। যাতে পূজা দেখতে আসা ভক্তবৃন্দ ও দর্শনার্থীরা চোখ না ফেরাতে পারে। মন্ডপ সজ্জায় যেন প্রতিযোগিতায় নেমেছে পূজারীরা। শহরের বিভিন্ন মন্দির ও অস্থায় মন্ডপ ছাড়াও চাঁদপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রী কলেচ, বাবুরহাট কলেজ, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়, লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পুরান বাজার মধুসুদন উচ্চ বিদ্যালয়ের বিদ্যার্থীরা সরস্বতী পূজা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছে।