প্রতিনিধি
আগামী ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী শিক্ষা কার্যক্রম স্ব-চক্ষে পর্যবেক্ষন করতে চাঁদপুরে আসছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মর্জিনা। ঐদিন সকালে কচুয়া উপজেলার আশেক আলী খান স্কুল এণ্ড কলেজ পরিদর্শনের পর মার্কিন রাষ্ট্রদূত স্থানীয় সাংসদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীরের গুলবাহারস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। পরে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যাপীঠ মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন। এ সময় বিদ্যালয়ে পড়–য়া ছাত্রীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। পরে বিকেলে চাঁদপুরের জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করবেন। মূলতঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মর্জিনার চাঁদপুরে তার ব্যক্তিগত সফর। বিকেলেই তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন বলে একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
শিরোনাম:
শনিবার , ২২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।