মনিরুল ইসলাম মনির:
রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে শিক্ষকদের সম্মান দিয়েছে আওয়ামী লীগ সরকার। আ’লীগ ক্ষমতায় আসলে শিক্ষার উন্নয়ন ঘটে। বর্তমান সরকার বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিনামূল্যে বিতরণ করেছে। গরিব, মেধাবী ও মেয়েদের বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগসহ উপবৃত্তি প্রদান করছে সরকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেতন বৈষম্য দূর করার জন্য ও শিক্ষার মানোন্নয়নের জন্য বর্তমান সরকার ২৬ হাজার রেজিঃ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ব্যবস্থা করেছে। মতলব উত্তরে ৫৩টি রেজিঃ প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আমি প্রত্যেকটি বিদ্যালয়’ই জাতীয়করণের প্রত্যাশা করি।
শুক্রবার মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উপজেলা হলরুমে মানসম্মত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম একথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুক্তিযোদ্ধা বশিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মানছুর আহম্মেদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর প্রতিনিধি শামসুজ্জামান ডলার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আহম্মেদ আল কামাল, রেজিঃ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আঃ রশিদ, শিক্ষক মোতালেব, পারভীন আক্তার প্রমুখ।
শিরোনাম:
বুধবার , ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।