প্রেস বিজ্ঞপ্তি
উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র ছারছীনা দরবার শরীফের ১২৪তম বার্ষিক ইছালে সাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ সম্মেলন ২৮ নভেম্বর শুক্রবার বাদ ফজর জিকির ও তালিমের মাধ্যমে আনুষ্ঠানিক শুরু হয়ে তিন দিনব্যাপী চলবে। ৩০ নভেম্বর রোববার বাদ যোহর আখেরী মোনাজাত পরিচালনা করবেন আমীরে হিযবুল্লাহ ছারছীনার পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেববুল্লাহ (মাঃজিঃআঃ)। মাহফিলে সারাদেশ থেকে ছারছীনা দরবারের অসংখ্য ভক্ত, মুরিদ ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্, যুব হিযবুল্লাহ্ এবং ছাত্র হিযবুল্লাহর কর্মী ও দ্বীনদার মুসলমানগণ যোগদান করবেন। ইতিমধ্যে ভক্ত মুরিদান ও সংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ চাঁদপুর জেলা শাখার পক্ষ থকে রিজার্ভ লঞ্চ এমভি মৌচাক-২ ইচলী ঘাট থেকে বিকেল ৪টায়, চাঁদপুর দক্ষিণ পুরাণ লঞ্চঘাট থেকে ৪-৪৫টায় এবং তারপর হরিণা ফেরিঘাটে সন্ধ্যা সাড়ে ৫টায়, হাইমচর-কাটাখালী ৬টা ও তেলিরমোড় থেকে সাড়ে ৬টায় ঘাট ধরে ছারছীনা শরীফের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ছারছীনাগামী যাত্রীগণকে যথাসময়ে লঞ্চঘাটে উপস্থিত থাকার জন্যে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দীন খন্দকার।