শাহরাস্তি প্রতিনিধি :চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামে বুধবার সকালে নিজের অপকর্ম ঢাকতে ২ দিনের নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে পাষন্ড মায়ের বিরুদ্ধে। জানা যায়, ওই গ্রামের প্রবাসী ইমান হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৪) গত ২৪ ডিসেম্বর নিজ বাড়িতে একটি কন্যা সন্তান প্রসব করে। ঘটনার দিন সকাল ৯টা ৪৫ মিনিটে ওই শিশুর মৃত্যু ঘটলে এটি অস্বাভাবিক বলে এলাকায় ছড়িয়ে পড়ে। জেসমিনের শ্বাশুড়ি রাহেলা বেগমের (৭২) অভিযোগ, তার ছেলের (ইমান হোসেনের) প্রবাস জীবনের অনুপস্থিতির সুযোগে বিভিন্নজনের সাথে জেসমিনের অনৈতিক কাজের ফসল এ সন্তান। নিজ অপর্কম ঢাকতে জেসমিন নিজেই এ সন্তানকে হত্যা করেছে।
এলাকার লোকজন জানান, জেসমিনের স্বামী ইমান হোসেন গত জুলাই মাসে ওমান হতে দেশে ফিরে নিজ স্ত্রীকে অন্তঃস্বত্তা দেখে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ সময় পাশ্ববর্তী ঘরের মৃত আবদুল মান্নানের ছেলে ফারুককে (২৭) দায়ী করে গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি সমঝোতা হয়। অনুমান ১ মাস পূর্বে তার স্বামী বিদেশ চলে যায়। সরেজমিনে ঘটনাস্থলে গেলে মৃত নবজাতককে মাটিতে শুইয়ে রেখে জেসমিনকে বিলাপ করতে দেখা যায়। এ সময় তার চিকিৎসার কাগজপত্র সূত্রে জানা যায়, প্রসবের ১ দিন পূর্বে করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে তাকে ২৫৬ দিনের গর্ভবতী উল্লেখ্য করা হয়। জেসমিন জানায়, তার স্বামী এ সন্তানের জনক নয়। তবে সকালে আকস্মিক ভাবে তার সন্তানের মৃত্যু ঘটে। অভিযুক্ত ফারুকের সাথে কথা বলার জন্য তার ঘরে গেলে সেখানে কাউকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে সে দূরে আছে বলে জানায়। শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ জাফর আলী জানান, আমি খবর পেয়ে লাশের সুরত হাল রিপোর্ট শেষে মর্গে প্রেরণের প্রস্তুতি নিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।