ফাহিম কৌশিক খান
২ যুগ পূর্বের মারামারি ও সিটিং মামলার সাজাপ্রাপ্ত ৩ আসামীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গত ২৫জুন মধ্যরাতে মডেল থানার এএসআই আমিনুল ইসলাম ও সেলিম সর্দার যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে আদালতে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা যায়, ১৯৯০ সালের মারামারি মামলায় দেড় বছরের সাজা প্রাপ্ত আসামী চাঁদপুর সদর উপজেলার গোবিন্দিয়া এলাকার মৃত কালুগাজীর ছেলে বাহার গাজী (৫৫),লোকমান গাজী (৪৫) কে তাদের নিজ বাড়ী থেকে আটক করে। অপরদিকে ২০০৯ সালের সিটিং মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের করবন্দ এলাকার মৃত ইদ্রিস বেপারীর ছেলে মোঃ মমিন বেপারী (৬০) কে তার বাড়ী থেকে আটক করে পুলিশ। জানা যায়, মমিন বেপারী তার মেয়ে ও মেয়ের জামাতাদের কাছ থেকে প্রতারনা মূলক বিপুল পরিমান অর্থ আত্মসাত করে। তাদের দায়ের করা মামলায় দীর্ঘদিন পর আদালতের রায়কৃত ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী মমিনকে আটক করে পুলিশ। আটকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
শিরোনাম:
শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।