স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি শনিবার। জেলা বিএনপির বেশ কজন যুগ্ম আহ্বায়কের সাথে আলাপ করে এ তথ্য জানা যায়। তাঁরা জানান, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সম্মেলনে কারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তা এখনো জানা যায়নি।
এদিকে জেলা বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের সভায় সিদ্ধান্ত নেয়া হয় চলতি মাসে। অর্থাৎ ৩০ জানুয়ারি চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে চাঁদপুর পৌর বিএনপির সম্মেলন। আর আগামী মাসের ২য় সপ্তাহে অর্থাৎ ৬ ফেব্রুয়ারি পৌর পার্কে অনুষ্ঠিত হবে চাঁদপুর সদর উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। গত শনিবার জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিককের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়কদের সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে মুঠোফোনে আলাপকালে তারা জানান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক আর পৌর কমিটিতে থাকছেন না। প্রায় ৫ বছর পর সম্মেলন হওয়ায় এ পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৬ জনের নাম শোনা যাচ্ছে। এরা হলেন সভাপতি পদে মুনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি ও সেলিমুছ সালাম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ হারুনুর রশিদ, অ্যাডঃ জাহাঙ্গীর খান ও কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মোঃ শফিকুজ্জামানের সাথে আলাপকালে তিনি জানান, আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সদর উপজেলা বিএনপির সম্মেলন। এ পর্যন্ত আমরা সম্মেলনের স্থান হিসেবে পৌর পার্ক মাঠটিকেই বেছে নিয়েছি। এদিকে সদর উপজেলা বিএনপির সভাপতি পদেও নতুন মুখ আসছেন। সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান সভাপতি পদে নির্বাচন করবেন না বলে জানান। আর নমিনেশন বোর্ড গঠন হওয়ার পর জানা যাবে কারা কারা সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন।