আগামী ৩০ নভম্বের থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চাঁদপুরে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। চাঁদপুর সদর উপজেলার ইসলামপুর গাছতলা এলাকায় ডাকাতিয়া নদীর পাড় বালুরমাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকার কাকরাইল মসজিদ থেকে চাঁদপুরের তাবলীগ জামাতের মুরুবি্বদের এ তথ্য জানানো হয়। চাঁদপুরের তাবলীগ জামাতের সুরার সাথী মাওলানা আব্দুর রশিদ বুধবার এ খবর নিশ্চিত করেন। জানা যায়, টঙ্গীর বিশ্ব ইজতেমা দু’ভাগে রূপ নেয়ায় এবছর চাঁদপুরসহ ৩২ জেলার মানুষ অংশ নিতে পারবেনা। তার বিপরীতে জেলায় জেলায় ইজতেমার আয়োজন করা হয়। এ বছর দেশের তাবলীগ জামাতের মুরবি্বরা ৪০ জেলায় জেলার ইজতেমার আয়োজন করেন। এর মধ্যে প্রথম ইজতেমা চাঁদপুর জেলায় আগামী ৩০ নভম্বের শুরু হবে। চাঁদপুরের সুরার সাথী মাওলানা এমদাদ বলেন, চাঁদপুর জেলার ৬ হাজার মসজিদের প্রায় ৩ লাখ মুসলি্ল এই ইজতেমায় অংশ নেবেন। এই ইজতেমা সুন্দরভাবে সফল করতে কয়েক দফা স্থানীয় আলেম ও মুরবি্বদের সাথে পরার্মশ করা হবে।
শিরোনাম:
বুধবার , ১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৯ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।