চাঁদপুর প্রতিনিধি:মাত্র ৪০ হাজার টাকায় মালয়েশিয়া যাওয়া যাবে। তাও আবার সরকারি ব্যবস্থাপনায়। এমন একটি সুখবরে নিম্ন আয়ের পরিবারের মাঝে যেনো আনন্দের জোয়ার বইছে। তারা প্রস্তুতি নিচ্ছে অল্প খরচে সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যাওয়ার জন্য। এই আগ্রহীদের রেজিস্ট্রেশন ১৯ জানুয়ারি থেকে শুরু হবে। চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। রেজিস্ট্রেশন হবে জেলার ৮৮টি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে (ইউআইএসসিতে)।
বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী এ দেশ থেকে ৩৪ হাজার ৫শ’ কৃষি শ্রমিক মালয়েশিয়া পাঠানো হবে। দেশে কৃষি কাজের সাথে জড়িত এমন কৃষি শ্রমিক যারা পাহাড়ী এলাকায় কাজ করতে আগ্রহী তাদের সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া পাঠানো হবে। এর জন্য ব্যয় হবে মাত্র ৪০ হাজার টাকা। প্রথম পর্যায়ে ১১ হাজার ৫শ’ জনকে পাঠানো হবে। আগ্রহীদের ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন ফি মাত্র ৫০ টাকা। আগ্রহীদের যে যোগ্যতা থাকতে হবে তা হচ্ছে- বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৪৫, শারীরিক ওজন ৫০ কেজি, উচ্চতা ৫ ফুট ও ২৫ কেজির ওজন বহন করার শারীরিক সক্ষমতা থাকা। আগামী ১৯ জানুয়ারি থেকে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রগুলোতে আগ্রহীদের রেজিস্ট্রেশন শুরু হবে। ২১ জানুয়ারি পর্যনত্দ রেজিস্ট্রেশন চলবে। পরদিন ২২ জানুয়ারি নিবন্ধনকৃতদের লটারী জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। লটারীতে বিজয়ীরাই মালয়েশিয়ায় প্রথম পর্যায়ে যাওয়ার জন্য চূড়ান্তভাবে বিবেচিত হবে। আর লটারীতে বাদ পড়াদের পরবর্তী পর্যায়ে পাঠানো হবে। রেজিস্ট্রেশনের সময় পাসপোর্ট থাকতে হবে বা দেখানোর কোনো বাধ্যবাধকতা নেই। মালয়েশিয়া যাওয়ার জন্য যারা চূড়ানত্দভাবে নির্বাচিত হবেন তাদেরকে আগামী ফেব্রুয়ারি মাসে পাঠানো শুরু হবে। যাদের পাসপোর্ট নেই তারা স্বল্প সময়ে মধ্যে পাসপোর্ট করতে পারবে। এ কৃষি শ্রমিকদের মাসিক বেতন হবে বাংলাদেশী টাকায় প্রায় ২৫ হাজার টাকা করে। থাকা কোম্পানির উপর আর খাওয়া নিজের উপর।
এ নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য ইউআইএসসির উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। প্রশিৰণ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মতিউল ইসলাম। এর আগে ইউপি চেয়ারম্যানদের প্রশিৰণ দেয়া হয়। অল্প খরচে এবং প্রতারণার কোনো ঝুঁকি না থাকায় স্বল্প শিক্ষিত ও নিম্ন আয়ের মানুষজন মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠেছে।