চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরে ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টা হরতালে পৃথক সংঘর্ষের ঘটনায় বুধবার রাতে চাঁদপুর মডেল থানায় ও ফরিদগঞ্জ থানায় পৃথক ২টি মামলা করেছে পুলিশ।
বিএনপির ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০/৬০ জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আল রশিদ বাদী হয়ে বিরুদ্ধে মামলাটি করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ কে জানান, বুধবার দুপুরে শহরের পুরান বাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলায় করা হয়। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, ফরিদগঞ্জ থানায় বিএনপির ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০/৬০ জনের বিরুদ্ধে উপ পরিদর্শক (এসআই) অলক বড়ুয়া বাদী হয়ে একটি মামলা করেছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বুধবার সকাল সাড়ে ১১টায় ফরিদগঞ্জ পশ্চিম বাজারে বিএনপির সঙ্গে আওয়ামী লীগ সংঘর্ষে সময় পুলিশের ওপর হামলা করা হয়। এ সময় পুলিশ ১ জনকে আটক করে।
এদিকে বুধবার রাত ৮টায় এসব মামলা ও হামলার প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে ১৮ দলীয় জোটের উদ্দ্যোগে সাংবাদ সম্মেলন করা হয়েছে।
জোটের সদস্য সচিব ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদ সম্মেলনে দাবি করেন, পুলিশ ও আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় একের পর এক বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলায় করছে।
এমনকি নেতাকর্মীর বিরুদ্ধে একের পর এক মামলা করছে। এ পর্যন্ত শুধুমাত্র চাঁদপুর সদর মডেল থানায় বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ১৭টি মামলা করা হয়েছে।
জেলার অন্যান্য থানায় আরও বেশ কয়েকটি মামলা করেছে। আর আসামি করা হয় ১৫/২০ হাজার নেতাকর্মীকে বলে দাবি করেন তিনি।