প্রতিনিধি-
গতকাল সোমবার ৩ কেজি গাঁজাসহ মোঃ খোকন (২৫)কে চাঁদপুর জেলা ডিবি পুলিশ আটক করে।
আটক ব্যক্তি বরিশাল জেলার মুলাদী থানার রামপুর গ্রামের ছায়েদ রাঢ়ির পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ সাইফুল দৌলাহ সঙ্গীয় ফোর্স হাজীগঞ্জ থানাধীন বাকিলা রেলক্রসিং লংলগ্ন কুমিলস্না-চাঁদপুর মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে বৈশাখী বাস (ড-০৪-০৯২১) থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
খোকন সে জানায়, গাঁজা গুলি কুমিলস্না জেলার সীমানত্দ এলাকা থেকে কম দামে ক্রয় করে এনে চাঁদপুরের বিভিন্ন স্থানে চড়া দামে বিক্রি করতো। আটককৃত গাঁজার মূল্য ৪৫ হাজার টাকা বলে সে জানায়।