শওকত আলী,
হাইমচর উপজেলায় সরকার দলীয় নেতাকর্মীদের দ্বন্দ্বের কারণে ৬টি ইউনিয়নের ৩ সহস্রাধিক হতদরিদ্র মানুষ ঈদুল আযহা উপলক্ষে সরকার হতে প্রাপ্ত খয়রাতি চাউল পাওয়া থেকে বঞ্চিত হওয়ার উপক্রম হয়ে পড়েছে। আর মাত্র দুদিন পর পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। কিন্তু দরিদ্র পরিবারগুলোর চাল পাওয়ার কোনো ব্যবস্থাই দেখা যাচ্ছে না। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নে ২১০ জন, ২নং আলগী উত্তর ইউনিয়নে ৭০০ জন, দক্ষিণ ইউনিয়নে ৯০০ জন, ৪নং নীলকমল ইউনিয়নে ৬০০ জন, ৫নং হাইমচর ইউনিয়নে ২৫০ জন এবং ৬নং চরভৈরবী ইউনিয়নে ৪০০ তালিকাভুক্ত পরিবারকে ১০ কেজি করে চাল দেয়ার জন্যে ৩০.৩৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, সরকার দলীয় নেতাকর্মীদের দলীয় কোন্দলের কারণে তালিকা চূড়ান্ত করে না দেওয়ার কারণে চাউল বিতরণ করা যাচ্ছে না। ইতোমধ্যে ইউপি চেয়ারম্যানগণ অফিস হতে ডিও নিয়ে চাল উত্তোলন করে স্ব-স্ব ইউনিয়ন পরিষদে মজুদ করেছেন। আগামী ২ দিনের মধ্যে চাউল বিতরণের ব্যাপারে সিদ্ধান্ত না হলে ৩ সহস্রাধিক পরিবার ঈদের আনন্দ হতে বঞ্চিত হবে। এ সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ মুঠোফোনে জানান, ক্ষমতাসীন দলের অভ্যন্তরীণ সমস্যার কারণে এখনো চাউল বিতরণ করা সম্ভব হয় নি। ঈদের পূর্বেই দরিদ্র পরিবারগুলো চাউল পাওয়ার জন্য চেষ্টা করছি। এ সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউপি চেয়ারম্যান জানান, আমরা জনপ্রতিনিধি, সরকারি বিধিবিধান মতে আমরা দরিদ্রদের তালিকাভুক্ত করে চাউল বিতরণের কথা থাকলেও তালিকা সংক্রান্ত দ্বন্দ্বে আমাদেরকে চাউল বিতরণের কোনো আদেশ দিচ্ছে না উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস। যা সম্পূর্ণ অন্যায় বলে মনে করি। এ ব্যাপারে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ তরীৎ ব্যবস্থা গ্রহণ করে চাউল বিতরণের ব্যবস্থা করলে ৩ সহস্রাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদের আনন্দ উপভোগ করার হাসি ফুটে উঠবে। সচেতন মহল চাঁদপুর জেলা আওয়ামলীগের নীতি নির্ধারকদের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।