প্রতিনিধি
কথায় আছে �দশদিন চোরের একদিন গৃহস্থের�। কয়েক বছর যাবৎ অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে ফেনসিডিলসহ বিভিন্ন মাদক পাইকারী ব্যবসা করে আসছিলো চাঁদপুর শহরের পুরাণবাজার ওসমানিয়া মাদ্রাসা সংলগ্ন মৃত আমিন মিয়ার ছেলে মাসুদ ওরফে হাঁস মাসুদ। অবশেষে সেই মাসুদ ২৭ মে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হাজীগঞ্জ থানার কৈয়ারপুল এলাকায় চাঁদপুর গোয়েন্দা পুলিশের হাতে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক হয়। ডিবির উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালানোর সময় তাকে আটক করতে সক্ষম হয়। ডিবি পুলিশ জানায়, মাসুদ মিয়া (২৮) সিএনজি স্কুটারযোগে কুমিল্লা থেকে চাঁদপুর আসছিলো। ডিবি পুলিশের চেকপোস্ট সামনে পড়ায় সিএনজি স্কুটার থেকে মাসুদ দ্রুত নেমে পালাবার চেষ্টা করে। তখন দৌড়ে গিয়ে মাসুদকে ঝাপটে ধরে ফেলে ডিবি পুলিশ। তার দেহ তল্লাশি করে চল্লিশ বোতল ফেনসিডিল পাওয়া যায়। তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, পুরাণবাজারে হাঁস মাসুদ নামে পরিচিত এই যুবক দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলের পাইকারী চালান সরবরাহ করে আসলেও পুরাণবাজার ফাঁড়ির পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তার বড় ভাই ফেন্সিডিল মামুন নিজ বাসায় বসে প্রকাশ্যে ফেন্সিডিল ও ইয়াবা বিক্রি করত। গত বছর তাদের ঘর থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৪৪ বোতল ফেন্সিডিলসহ মামুনকে আটক করেছিল। মামলায় দুর্বলতা থাকায় অল্প সময়ে সে জামিনে বেরিয়ে আসে এবং পুনরায় মাদক বিক্রি অব্যাহত রাখে বলে এলাকা সূত্রে জানা যায়। মামুনের ছোট ভাই মাসুদ কুমিল্লা থেকে নিজে এবং লোক দিয়ে ফেন্সিডিলের পাইকারী চালান চাঁদপুরে নিয়ে আসত এবং নতুন বাজার ও পুরাণবাজার মাদক স্পটে সরবরাহ করতো। এতদিন সে ছিলো এই ব্যবসার ধরাছোঁয়ার বাহিরে। ফেন্সিডিল বিক্রি করে চাঁদপুর সদর উপজেলার রামদাসদী বোনের শ্বশুর বাড়ি এলাকায় হাঁস মাসুদ বিল্ডিং বানিয়েছে। সেখানেই সে পরিবার নিয়ে বসবাস করে এবং মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বলে সেই সূত্রটি জানায়। মাসুদ কী ব্যবসা করে কেউ জিজ্ঞাসা করলে উত্তরে সে বলত বড় স্টেশন মাছ ঘাটে রফিকের সাথে মাছের ব্যবসা করে। রেলওয়ে বড় স্টেশন এলাকায় ট্রেনেও তার ফেন্সিডিলের চালান আসতো এবং এ পথে মাসুদ নিজেই বহন করে নিয়ে আসত বলে জানা যায়। এখন ধরা পড়ায় তার মাদক ব্যবসার অনেক অজানা তথ্য বেরিয়ে আসছে। মাসুদকে দেখলে কেউ বুঝত না, সে ফেন্সিডিল ব্যবসা করছে। লোকচক্ষুর আড়ালে তার ফেন্সিডিল ব্যবসা ধরা পড়েছে ডিবির অভিযানে। পুলিশ মাদক নিয়ন্ত্রণে সোচ্চার হলে অনেকটাই সফল হবে বলে পর্যবেক্ষক মহল মনে করছে।
