অনলাইন ডেস্কঃ আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশ-ভারত বিশেষ পাসপোর্ট সুবিধা বন্ধ করে দিচ্ছে ভারতের বিদেশ মন্ত্রণালয়। তবে যে সব পাসপোর্ট আগেই ইস্যু হয়েছে সেগুলো পাওয়া যাবে। আর আগের ইস্যু হওয়া পাসপোর্টও ব্যবহার করা যাবে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত।টাইমস অব ইন্ডিয়া জানায়, আবেদন গ্রহণের কাজে নিয়োজিত প্রাদেশিক কর্মকর্তাদের এই বিশেষ পাসপোর্টের নতুন আবেদন গ্রহণ না করতে বলা হযেছে। তবে মন্ত্রণালয় বলেছে, যে সব আবেদন ১৫ নভেম্বরের আগে নেওয়া হবে তাদেরকে নির্ধারিত সময়েই পাসপোর্ট দেওয়া হবে। আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা গীতিকা শ্রীবাস্তব বলেন, “এই সুবিধা বাংলাদেশ -ভারত সংশোধিত ভ্রমন বিন্যাস চুক্তির কারণে পাওয়া যেতো যা চলতি বছরের ২৮ জানুয়ারি স্বাক্ষরিত হয়েছিল।” দুই দেশের মধ্যে এই বিশেষ ভ্রমন পাসপোর্ট সার্ভিস ১৯৭২ সালের আগস্টে চালু হয়েছিল। মেয়াদান্তে চুক্তি নবায়নের মাধ্যমে এই ব্যবস্থা সচল ছিল।
শিরোনাম:
সোমবার , ৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২০ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।