অভিজিত রায় ঃ
আসন্ন শারদীয় দূর্গাপূজা ও দেবীর বিসর্জন উপলক্ষ্যে জেলার প্রতিটি পূজা মন্ডপে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার উদ্দেশে জেলা পূজা উদযাপন পরিষদের সাথে পুলিশ প্রশাসনের মতবিণিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর বিসর্জসের মধ্যদিয়ে শারদীয় দূর্গা পূজার সমাপিত ঘটবে। গতকাল সকাল সারে ১১ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুম মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোঃ আমির জাফর বলেন, দূর্গা পূজাকে কেন্দ্র করে জেলার কোথাও যেন মেলা বসিয়ে জুয়া ও মাদক গ্রহন করা না হয়। এসব বিষয়ে কর্মকর্তাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আজান ও নামাজের সময় যেন কোন পূজা মন্ডপে বাদ্য যন্ত্র না বজানো হয় সেদিকে কর্মকর্তা সহ সকলের সতর্ক থাকতে হবে। পূজাকে কেন্দ্র করে আতস বাজী, পটকা বা বিষ্ফোরক দ্রব্য ব্যবহার করা যাবেনা। উচ্চস্বরে বাদ্য যন্ত্র বাঁজানো যেন না হয় সেদিকটিকেও কর্মকর্তাদের বিশেষ খেয়াল রাখার জন্য বলা হয়। পূজা আনন্দ উপভোগ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এলাকার হিন্দু মুসলীম সকলকে একত্রে নিয়ে একটি কমিটি গঠন করা হলে সকলের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। চাঁদপুর একটি সম্প্রীতির শহর এখানে আমরা সবসময় সুখ দুঃখ ভাগাভাগি করে নেই। যে কোন সমস্যামূলক পরিস্থিতিতে আমাদের জানাবেন। আমরা আমাদের আন্তরিকতার বিন্দু পরিমান ত্রুটি করবো না। তবে আমাদেরকে কিছু জানানোর পূর্বে অবশ্যই বিষয়টি যাচাই বাছাই করে নেবেন। ধর্মিয় ভাবগাম্ভির্যের পাশাপাশি আমরা সকলে একত্রে আনন্দ উপভোগ করবো। বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলেকে আগাম ঈদের শুভেচ্ছা প্রদান করেন।
সহকারি পুলিশ সুপার সদর সার্কেল কাজী হেলাল উদ্দিন বলেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বরত পুলিশ আনসারের পাশাপাশি যেসব সেচ্ছাসেবক বাহীনী থাকবে তারা যেন ২৫-৩০ জন একত্রে একই সময়ে দায়িত্ব পালন না করে। তারা যেন পৃথক হয়ে ৪/৫ জনের দলে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করে। চাঁদপুর একটি শান্তি ও সমৃদ্ধির শহর। এখানে সকল কাজে স্বচ্ছতার প্রয়োজন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র এ এসপি হাজীগঞ্জ মোঃ আব্দুল হানিফ, সহকারি পুলিশ সুপার সচীন চাকমা, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম, ডিআই ওয়ান মোঃ মামুনুর রশিদ,জেলা পূজা উদযাপন পরিষেদের সদস্য জীবন কানাই চক্রবর্তি, জেলা পূজা উদযাপন পরিষেদের সদস্য সচিব রাধা গোবিন্দ ঘোষ সহ সদর থানা ও জেলার বিভিন্ন পূজাউদযাপন পরিষদের নেতৃবৃন্দরা মতবিণিময় সভায় উপস্থিত ছিলেন। আগামী কয়েকদিনের মধ্যে চাঁদপুর মডেল থানায় অফিসার ইনচার্জেও নেতৃত্বে পূনরায় সকল নেতৃবৃন্দদের নিয়ে মতবিণিময় সভায় বসা হবে বলে সভায় জানানো হয়।
শিরোনাম:
সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।