ঢাকা : ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ৫৪০জন প্রার্থীর মধ্যে এসএসসি বা তার চেয়ে কম শিক্ষিত প্রার্থীর সংখ্যা ১৭.২২ শতাংশ (৯৩ জন)। এর মধ্যে মেট্রক পাশ করেননি ৫০জন (৯.২৫ শতাংশ)। ৫২.২২% অর্থাৎ ২৮২ জনের পেশা হল ব্যবসায়। ৫৪০ জনের মধ্যে ১২ জনের বিরুদ্ধে ৩০২ ধারায় (হত্যা) মামলা রয়েছে। ৬০ জনের বার্ষিক আয় এক কোটি টাকার উপর।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য প্রকাশ করে সুশাসনের জন্য নাগরিক -সুজন।
সংগঠনটির সম্পাদক বদিউল আলম মজুমদার এ সংক্রান্ত বক্তব্য উপস্থানপন করেন। এ সময় তিনি বলেন, এই নির্বাচন অগ্রহণযোগ্য কারণ ৫৩% ভোটার ভোট দিতে পারবেন না। আমরা প্রার্থীদের সুবিধার জন্য এ তথ্যগুলো তুলে ধরছি।
এ সময় উপস্থিত বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, এটা একটা তামাশার নির্বাচন। নাটকের মধ্যে অভিনেতা-অভিনেত্রীরা যে ভূমিকা পালন করেন এখন নির্বাচনে প্রার্থীরাও একই ভূমিকা পালন করছেন। এ সময় বিচারপতি কাজী এবাদুল হকের সভাপতিত্বে সাবেক মন্ত্রী পরিষদের সচিব আলী ইমাম মজুমদার, গণস্বস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. অজয় রায় প্রমুখ উপস্থিত ছিলেন।