মিজান লিটন
৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪ উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত উপজেলা নির্বাচনের ২য় দফা ঘোষিত তফসিল ১১৭টি উপজেলার মধ্যে চাঁদপুর জেলার ৫টি উপজেলা নির্বাচন হচ্ছে আগামী মাসে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ২৭ ফেব্র“য়ারি ভোট গ্রহণ ও ২ ফেব্র“য়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন নির্ধারিত করা হয়েছে।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনে কমিশনের সিদ্ধান্ত মোতাবেক রাজনৈতিক দলের পরিচয়ে ও সমর্থনে প্রার্থী হওয়ার নিয়ম নেই। যার ফলে প্রার্থীরা দলীয় সমর্থন মৌনভাবে নিলেও তা প্রকাশ করা হয়না বা পোস্টার, প্রচারে ব্যবহার করা যায় না।
এদিকে তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্র“য়ারি ভোট অনুষ্ঠিতব্য জেলার ৫ উপজেলা হচ্ছে চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্র“য়ারি হলেও গতকাল ২৯ জানুয়ারি বুধবার পর্যন্ত ৫ উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হচ্ছেন উপজেলাওয়ারী চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন যথাক্রমে মোঃ সেলিম খান, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, আফজাল হোসেন ও জয়নাল আবেদীন শেখ। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪ জন যথাক্রমে সাবেক ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল, মানিকুর রহমান মানিক, গাজী মোঃ খলিলুর রহমান, মোঃ শাহজাহান মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন যথাক্রমে অ্যাড. মুনিরা চৌধুরী ও শিপ্রা দাস।
হাইমচর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এরা হচ্ছেন- মোঃ শাহজাহান মিয়া, আলহাজ্ব কায়কোবাদ চুন্নু মিয়া সরকার, নূর হোসেন পাটোয়ারী ও হারুনুর রশিদ পাটওয়ারী। এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে গতকাল পর্যন্ত কেউ মনোনয়ন পত্র তুলেনি।
ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এরা হচ্ছেন- শরীফ মোঃ ইউনুছ, অ্যাড. দুলাল মিয়া পাটোয়ারী, আলহাজ্ব মোঃ আঃ বারী মিয়াজী, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মজিবুর রহমান, অ্যাড রেজাউল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হচ্ছেন- রেবেকা সুলতানা ও জোবেদা মজুমদার খুশি।
মতলব দক্ষিণ উপজেলায় একমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাত্র ১ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
মতলব উত্তর উপজেলায় এ পর্যন্ত চেয়ারম্যান পদে সর্বোচ্চ সংখ্যক ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হচ্ছেন মঞ্জুর আহমেদ মঞ্জু, একে রিয়াজ উদ্দিন, নুরুল হক সরকার, মোঃ শহীদুল আলম, নুরুল আমিন রুহুল, এম এ কুদ্দুছ, মোঃ মানিক, অ্যাড. ফজলুল হক সরকার, আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাত্র ১ জন প্রার্থী নিলুফা আক্তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
শিরোনাম:
রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।