স্টাফ রিপোর্টার:: যাত্রীদের নিরাপওা- সঠিক ভাবে ট্রেন চলাচলের লে চাঁদপুর সেকশনে বাংলাদেশ রেলওয়ের জি আই বি আর সকল স্থাপনা পরিদর্শন করার জন্য চট্রগ্রাম বিভাগীয় উর্ধবতন কর্মকতাদের নিয়ে গতকাল বৃহস্পতিবার চাঁদপুরে আসেন।
চাঁদপুরে বিগত ৫ বছর পর বাংলাদেশ রেলওয়ে গুরুত্ব পূর্ন সেকশান চাঁদপুর –লাকসাম রেলপথ , স্টেশন ভবন,ব্রীজ ,কালভাট,ল্যাভেল ক্রসিং,সেইটসহ সকল স্থাপনা পরিদর্শন করে দেখেন ,জি আই বি আর ও চট্রগ্রাম বিভাগীয় উধর্বতন কর্মকতারা।এ সময় তারা এ সেকশনের ব্যাপক অনিয়ম পরিলতি করেন। এ সত্যতা স্বীকার করেন জানান, জি আই বি আর আকতারুজ্জামান হায়দার ও চট্রগ্রাম বিভাগীয় ম্যানেজার মনজুরুল আলম।
চাঁদপুর স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার জানান,রেলওয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী সমগ্র বাংলাদেশে রেলওয়ে কয়েক বছর পর পর জি আই বি আর (গর্ভারমেন্ট ইনস্পিকটুর অব বাংলাদেশ) নামক একটি বিশেষ সরকারী পরিদর্শন করে থাকেন। তারই অংশ হিসেবে ঢাকার জি আই জি আর প্রধান আকতারুজ্জামান হায়দার, চট্রগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মনজুরুল আলম চৌধুরী(,ডি টি ও ) চট্রগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকতা ফিরোজ ইফতেখার ,(ডি সি ও) বিভাগীয় বানিজ্যিক কর্মকতা মিজানুর রহমান,বিভাগীয় প্রকোশলী-১ রফিকুল ইসলাম,ডিএম ই মো: সাইফুল ইসলাম ,ডি ই ই ,ডি এস টি ইই,সহকারী বিভাগীয় ভু-সম্পতি কর্মকতা এম এ বারি,্এ এম ই, সহকারী পরিবহন কর্মকতা,সহকারী বানিজ্যিক কর্মকতা, টি আই মাসুদ সারোয়ার ,সহকারী প্রকোশলী কুমিল্লা মো: হামিদুল হকসহ স্থানীয় কর্মকতারা এ পরিদর্শনে অংশগ্রহন করেন। তারা সকাল ৮টা ৪০ মিনিটে লাকসাম থেকে এ পরিদর্শন শুরু করে, স্টেশন ভবন,ব্রীজ ,কালভাট,ল্যাভেল ক্রসিং,সেইটসহ সকল স্থাপনা পরিদর্শন করে চাঁদপুর রেলওয়ের বিভিন্ন সেকশনের খুটি নাটি বিষয় খতিয়ে দেখেন । জি আই বি আর হাজিগঞ্জ, মেহের ,শাহারাস্তি,বলাখাল,সাহাতলীসহ গুরুত্ব পূর্ন স্থান পরিদশন কালে অনিয়ম পরিলতি করেন। এ ব্যাপারে জিআই বি আর আকতারুজ্জামান বলেন, পরিদর্শন কালে যে সব ক্রটি পাওয়া গেছে তা লিখিত আকারে রিপোট করা হবে।