মিজানুর রহমান রানা
বাংলাদেশ আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে চাঁদপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২৩ জুন সোমবার আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ওইদিন বিকেলে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণ্যাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, আমার প্রাণপ্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকলকে শুভেচ্ছা। আজ এ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে মনে পড়ে জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হরে এই দেশের জন্ম হতো না। এই দেশ থাকতে পরাধীন। এই দেশকে স্বাধীন করে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে দেশকে একটি সেরা দেশ হিসেবে উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন তিনি। তিনি কবি গুরুর সেই বাণী ‘রেখেছো বাঙালি করে, মানুষ করনি’-এই উক্তিকে মিথ্যা প্রতিপন্ন করতে চেয়েছেন। তিনি বাঙালি জাতির আর্থ-সামাজিক এবং সাংস্কৃতিক পরিবর্তন ঘটাতে সহায়তা করেছিলেন। দণি পূর্ব এশিয়ার অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলের ইতিহাস গৌররেবর, এই দলের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তাই এই দলের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। দেশকে এগিয়ে নিতে হলে আমাদের কাজ করতে হবে। দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। সন্ত্রাস, বোমাবাজি, টেন্ডারবাজি, অস্ত্রবাজির সাথে এই দলের নেতা-কর্মীরা জড়িত থাকবে না। কোনো অপকর্মের সাথে আমাদের নেতাকর্মীদের যাতে কোনো সংশ্রব না থাকে। তাহলেই আমাদের দলের আরো জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। সেই সাথে মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তাহলেই আমরা আরো এগিয়ে যেতে পারবো।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া ও তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মিয়াজী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র পৌর আ’লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামছুল হক মন্টু পাটওয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদত অ্যাড. রুহুল আমিন সরকার, দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিক, সাহিত্য ও গবেষণা সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, জেলা আওয়ামীলীগের সদস্য মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, অ্যাড. রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কালাম চিশতী, সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মো: বাবর, সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাজাহান চোকদার, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক এস এম জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক এম এ হাসান লিটন, শ্রমীকলীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, সাবেক সভাপতি শাহ আলম, মহিলা লীগের সদস্য সচিব অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, পৌর যুবলীগের সাধারন সম্পাদক বজলুল রহমান বজু মোল্লা, জেলা মহিলা লীগের নেত্রী ও কাউন্সিলর ফরিদা ইলিয়াছ, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যা. হাবিবুর রহমান লিটু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সভাপতি অধ্যাপক মাসুদ আহমেদ, বঙ্গবন্ধু লেখক পরিষদের সভাপতি সামীম আহমেদ খান, বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুম, শহর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক খোকন মজুমদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ওমর ফারুক, আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, জেলা তরুনলীগের সভাপতি শেখ শরীফ আহমেদ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সদস্য সচিব ছিদ্দিকুর রহমান। আলোচনা সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার ও গীতা পাঠ করেন জেলা আওয়ামীলীগের প্রচার সম্পদক সন্তোষ দাস।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।