মতলব উত্তর:
মতলব উত্তর উপজেলার মধ্য কালিপুর গ্রামে ৭০ বছরের বৃদ্ধা রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে পরনের কাপড় পেচিয়ে বসত ঘরের আড়ার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। মতলব উত্তর থানায় সোমবার এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মধ্য কালিপুর গ্রামের আলহাজ্ব আঃ সোবহান প্রধানের স্ত্রী জয়নবেন্নেছা (৭০) দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় ছিলেন। অসুস্থতার রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে রোববার বিকেল ৩টায় নিজ বসত ঘরের আড়ার সাথে পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস দেয়। গতকাল সোমবার সকাল ১১টায় মতলব উত্তর থানার এসআই মোঃ ওয়াজেদ আলী লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করে। থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মৃত জয়নবেন্নেছা বেগমের ছেলে আবুল হোসেন বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে। মৃত জয়নবেন্নেছা ২ছেলে, ৩ মেয়ে ও স্বামীসহ নাতি-নাতনী রেখে গেছেন।
একদিন পর লাশ উদ্ধার করার ব্যাপারে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সফিকুল ইসলাম বলেন, থানাকে অবহিত না করে লাশ ঘরের আড়া থেকে নামিয়ে গোসল করিয়ে দাফনের ব্যবস্থা করে তার স্বজনরা। দাফনের আগ মুহূর্তে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় লাশের গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।