ফরিদগঞ্জ প্রতিনিধি :
জাতীয় শোক দিবস ও ভয়াল ২১ আগস্ট স্মরণে এক আলোচনা সভায় চাঁদপুর ৪, ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য ড.মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া বলেন,‘১৯৭৫ সালের শত্রুরা বঙ্গবন্ধুর মতো বঙ্গকণ্যা দেশনেত্রী শেখ হাসিনাকেও শেষ করে দিতে চেয়েছিলো। কিন্তু তারা ব্যর্থ হয়। কারণ শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এটাই ছিল তার ভাগ্যে। তার নেতৃত্বে অর্থনীতে দেশে তর তর করে এগিয়ে যাচ্ছে।’
গতকাল ২১ আগস্ট দুপুরে ফরিদগঞ্জ উপজেলার ১২নং চর দুঃখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের পাটওয়ারী। ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নজির আহমেদ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা নাসরিন, যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী সফিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে বিশেষ দোয়া ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।