প্রতিনিধি=
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের পঞ্চম দফায় ডাকা অবরোধ কর্মসূচির ৩য় দিনে গতকাল সোমবার চাঁদপুরে গাড়ি ভাংচুর, রেললাইনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও স্থানীয় আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
জেলা শহর চাঁদপুরের চেয়ে বেশি সহিংসতা ঘটেছে সদরের বাইরের এলাকায়। অবরোধের সমর্থনে গতকাল ভোরে মিয়ারবাজার এলাকায় ২টি মোটর সাইকেল ও বেশ ক�টি অটোরিক্সা ভাংচুর করে অবরোধকারীরা। সকাল সাড়ে ১০টায় শহরের মিশন রোড রেললাইনের উপর অগ্নিসংযোগ ও দুপুরে ফরিদগঞ্জের কালিরবাজার এলাকায় দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। অবরোধের ২য় দিন গত রোববার রাতে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগ অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় পুলিশ বিভিন্ন স্থানে পিকেটিংকালে উচ্ছৃঙ্খল ৩ জনকে আটক করে।
চলতি সপ্তাহে ৮৩ ঘণ্টা অবরোধের শেষ সময় আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত। অবরোধ শেষ হলেই সন্ধ্যা পৌনে ৬টায় গুলশান কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে লাগাতার কর্মসূচি ঘোষণা করবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ কর্মসূচি শুরু হতে পারে ২৮ ডিসেম্বর থেকে। এ কর্মসূচিতে থাকতে পারে নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাওসহ আগামী ৫ জানুয়ারি নির্বাচনের দিন গণকারফিউ।
অবরোধের সমর্থনে গতকাল সোমবার সকালে চাঁদপুর শহরে পৃথক পৃথক মিছিল বের করে ১৮ দলীয় জোট, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন চাঁদপুর জেলা, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা তরুণ দলসহ ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ। সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ। মিছিলে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ সলিমউল্লা সেলিম, এসএম কামাল চৌধুরী, যুগ্ম সম্পাদক দেওয়ান সফিকুজ্জামান, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক বিল্লাল মিয়াজী, শহর জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আরিফুল্লা, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি ও শহর যুবদলের আহ্বায়ক আঃ কাদির বেপারী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহম্মেদ বাহারসহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ।
অবরোধের সমর্থনে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সকাল ৯টায় মিছিল বের করে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন চাঁদপুর জেলার নেতৃবৃন্দ। মিছিলে অংশ নেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিমউদ্দিন খান বাবুল, কাজী গোলাম মোস্তফা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর চেয়ারম্যান সফিকুর রহমান ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ খান, মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর খান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনির মিজি, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইখতিয়ার উদ্দিন শিশু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক ডিএম জুয়েলসহ নেতৃবৃন্দ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
অবরোধের সমর্থনে গতকাল সকালে চাঁদপুর কোর্ট প্রাঙ্গণ এলাকা থেকে মিছিল বের করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় কোর্ট প্রাঙ্গণ এলাকায় এসে শেষ হয়।
মিছিল শেষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডঃ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ কামালউদ্দিনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সদস্য অ্যাডঃ হুমায়ুন কবির, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ আব্দুল্লা হিল বাকী, অ্যাডঃ হেলাল উদ্দিন, অ্যাডঃ আইউব আলী, অ্যাডঃ হাজী জাহাঙ্গীর আলম, অ্যাডঃ আবু সাঈদ, অ্যাডঃ মোহাম্মদ আলী, অ্যাডঃ আঃ মান্নান, অ্যাডঃ নাজিমুল্লা বাপ্পীসহ ফোরামের আইনজীবীগণ।
পুরাণবাজার ওয়ার্ড যুবদল
অবরোধের সমর্থনে গতকাল সকালে পুরাণবাজার ২নং ও ৩নং ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ লোহারপুল এলাকায় মিছিল বের করে। মিছিলটি পুরাণবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দুলাল খান, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার, সহ-সভাপতি আবুল খান, ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি চুন্নু খান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রদল নেতা শাহজাহান শেখ, যুবদল নেতা সৈয়দ, ভুট্টো, দীন ইসলাম, করিম, ওয়ার্ড ছাত্রদল নেতা শেখ আশিক বিন রহিম, লিটন, রাজনসহ নেতৃবৃন্দ।